হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: “যদি প্রজন্ম ভালো না হয়, তবে রাস্তাঘাট, সেতু, ফ্লাইওভার বা মেট্রোরেল— কোনো উন্নয়নই টেকসই হবে না। এখন তো ছাত্রছাত্রীরা স্কুলের গেট দিয়ে বের হচ্ছে না, বের হচ্ছে টিকটকার! এই টিকটকার প্রজন্ম দিয়ে আমরা কী করব?”— এমন মন্তব্য করেছেন নেত্রকোনার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামান।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১২টার দিকে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় শিক্ষা বিষয়ে একাধিক প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিছুর রহমান খান।
জেলা প্রশাসক বলেন, “উন্নয়ন তো কেয়ামত পর্যন্ত চলবে। রাস্তাঘাট, সেতু, ফ্লাইওভার— এগুলো কখনও বন্ধ হবে না। কিন্তু যদি আপনার ছেলে নষ্ট হয়ে যায়, মেয়েটি বিপথে যায়— সেই ক্ষতি আর পূরণ করা সম্ভব নয়। শিক্ষক ও অভিভাবক— সবাইকে আন্তরিক হতে হবে। শুধু নিজের সন্তানকে ভালো রাখলেই চলবে না; সমাজের অন্য একটি ছেলে খারাপ পথে গেলে আপনার মেয়েও নিরাপদ থাকবে না।”
তিনি আরও বলেন, “আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। এসডিজির মূল লক্ষ্য হলো ‘নো ওয়ান লেফট বিহাইন্ড’— কাউকে পেছনে ফেলে রাখা যাবে না। মাদ্রাসার শিক্ষার্থীরাও পিছিয়ে থাকবে না; সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।”
এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামান পূর্বধলা উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।
তিনি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার প্রদান, এবং কৃষকদের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ করেন।
পরে তিনি জারিয়া ইউনিয়ন পরিষদ ও ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।