শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনে ইমরান হোসেন গ্রেপ্তার

চরভদ্রাসন ও সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন থানার পুলিশ সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩) অনুযায়ী মো. ইমরান হোসেন (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার বেপারী ডাঙ্গী গ্রামের মৃত মো. খলিল বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইমরান হোসেনের বিরুদ্ধে এ আইনসহ মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে চরভদ্রাসন থানায় দায়ের হওয়া মামলাসমূহ— এফআইআর নং ৫/৮৯ (১৩ ডিসেম্বর ২০১৭), ৩/৬০ (৪ জুলাই ২০১৮), ৮/১৬ (১৯ ফেব্রুয়ারি ২০২০), ৪/২৩ (১৫ এপ্রিল ২০২০), ১/৪৫ (২ আগস্ট ২০২২), ৪ (৭ নভেম্বর ২০২৪) এবং সর্বশেষ ১ (২ অক্টোবর ২০২৫)।

এসব মামলায় তার বিরুদ্ধে হামলা, গুরুতর আঘাত, চুরি, চাঁদাবাজি, ভয়ভীতি ও হত্যাচেষ্টাসহ দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬ ইত্যাদি ধারায় অভিযোগ আনা হয়েছে।

গতকাল সকাল ৮টার দিকে ওসি সিরাজউল্লাহ খানের নেতৃত্বে এসআই ফরহাদ হোসেন ও ফোর্স অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করেন। পরে ৫ অক্টোবর দুপুর ১টার দিকে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. রজিউল্লাহ খান বলেন,“ইমরান হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে। অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”

সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯(৩), ১০, ১১ ও ১৩ ধারায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার, ভয়ভীতি সৃষ্টি এবং সংগঠন পরিচালনার অভিযোগ থাকায় প্রমাণিত হলে আজীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়