জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বই পাঠ প্রতিযোগিতা চমৎকার উদ্যোগ। এধরনের প্রতিযোগিতা প্রতিনিয়ত করা উচিত। এতে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি পাবে। অন্য দিকে তারা ভালো-মন্দ বুঝতে পারবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বই পাঠ ও সাহিত্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হল অনুষ্ঠানটির আয়োজন করে।
এ্যানী চৌধুরী বলেন, বর্তমানে সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। এর নির্মূলে সামাজিক সচেতনতা জরুরি। স্কুল-কলেজগুলোতে বিভিন্ন সচেতনতামূলক পোগ্রাম করতে হবে। শিক্ষার্থীদের ব্যস্ত রাখতে। মোবাইল ও মাদক থেকে দূরে রাখতে হবে। এক্ষেত্রে বই পাঠ প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এককথায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী প্রচারণা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও স্মার্ট ফোন অধিকাংশ শিক্ষার্থী ব্যবহার করছে। তবে এর মাধ্যমে ভালো জিনিসটি গ্রহন করতে হবে। কারন, সেখানে যেমনি ভালো জিনিস রয়েছে। তেমনি খারাপ জিনিসও রয়েছে। পজেটিভ চিন্তা নিয়ে সোটি ব্যবহার করতে হবে। স্মার্ট ফোন ও সোস্যাল মিডিয়াকে পজেটিভ জিনিস প্রচার করতে হবে। সকলকেই এই চিন্তা-চেতনায় বিশ্বাস করতে হবে।
লক্ষ্মীপুর টাউন লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রফেসর মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হেলাল উদ্দিন মাহমুদ,লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হারুনুর রশিদ বাবুল সাইফুল ইসলাম তপন, হারুনুর রশিদ। প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন, প্রফেসর গিয়াস উদ্দিন ও কার্তিক সেনগুপ্ত।