শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদগঞ্জে স্বর্ণ চুরির ঘটনায় দুই আসামি গ্রেফতার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার

মিজান লিটন: চাঁদপুরের ফরিদগঞ্জে স্বর্ণালংকার চুরির মামলায় আন্তঃজেলা চোরচক্রের মূল হোতা কামাল পারভেজ মিলনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই স্বর্ণালংকার, নগদ টাকা ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৫ থেকে ১৬ অক্টোবর রাতের মধ্যে ফরিদগঞ্জ বাজারের “মা জুয়েলার্স” নামের দোকানে প্রায় ৫০ লাখ টাকার স্বর্ণ ও রূপা চুরি হয়। দোকান মালিক মন্টু কর্মকারের দায়ের করা মামলার ভিত্তিতে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম পিপিএম-এর তত্ত্বাবধানে এসআই আরিফুর রহমান সরকারের নেতৃত্বে তদন্ত শুরু করে পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় খুলনা শহরের নিউ মার্কেট এলাকা থেকে মূল হোতা কামাল পারভেজ মিলনকে গ্রেফতার করা হয়। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে ৭ ভরি স্বর্ণালংকার ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে কামাল পারভেজ জানায়, চুরি করা ১২ ভরি স্বর্ণ ১৩ লাখ টাকায় বিক্রি করে তার সহযোগী খলিল মৃধাকে ৫ লাখ টাকা দেয়। পরবর্তীতে পুলিশ চাঁদপুর সদর উপজেলা থেকে খলিল মৃধাকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ৫ লাখ টাকা উদ্ধার করে।পুলিশ জানিয়েছে, কামাল পারভেজের বিরুদ্ধে ৭টি ও খলিল মৃধার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। চুরি হওয়া বাকি স্বর্ণালংকার উদ্ধারের অভিযান চলমান রয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়