শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৭:৩০ বিকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে মহাসড়কে গরুসহ আন্ত:জেলা চার ডাকাত গ্রেফতার

হোসাইন মোহাম্মদ দিদার(দাউদকান্দি) কুমিল্লা: দাউদকান্দিতে ডাকাতির ২টি গরুসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

ধৃত আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সামছুল আলম।

জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ভোর ৪টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের টোলপ্লাজায় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জুনায়েত চৌধুরীর নেতৃত্বে

স্পেশাল ডিউটি থাকা পুলিশের একটি অভিযানিক দল সঙ্গীয় অফিসার এসআই নাজমুস সাকিব, এসআই ছোটন শর্মা, এএসআই রিপন, এএসআই দেলোয়ারসহ সঙ্গীয় অন্যান্য ফোর্স

একটি পিকআপ ভ্যানের গতিবিধি সন্দেহ করলে পিকআপ ভ্যানটি আটক করে। পরে সন্দেহ হলে গাড়িতে থাকা ২ জনকে গরুসহ পিকআপ ভ্যানটি পুলিশের হেফাজতে নেয়। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে কুমিল্লা জেলার দেবিদ্বারে থেকে গরু ডাকাতির কথা স্বীকার করে। এরপরেও পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আরও দুই আন্ত:জেলা ডাকাতকে গ্রেফতার করে।

আসামীরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার রতনপুর এলাকার মো. কালাম,কুমিল্লা জেলার তিতাস উপজেলার কলাকান্দির রাজা মিয়ার ছেলে কবির হোসেন,একই জেলার দাউদকান্দি উপজেলার কালাকোপা এলাকার হানু মিয়ার ছেলে কবির(২৬) এবং মুরাদনগর উপজেলার আব্দুস সালামের ছেলে রাজিব ওরফে তারা মিয়া।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান," ধৃত ডাকাতরা দেবিদ্বার থেকে দুটি গরু ডাকাতি করে। তারা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত। এর আগে একটি ১৯টি গরুসহ একটি ট্রাক ছিনতাই করে ডাকাতরা। ঘটনাস্থল দেবিদ্বারে হওয়াতে দেবিদ্বারে থানায় ডাকাতি আইনে একটি মামলা দায়ের করেন পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ধৃত আসামিদের বিজ্ঞ জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়