ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প”-এর আওতায় পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে যানবাহনে অনুমোদিত শব্দমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী ৬ (ছয়) জন বাস ও ট্রাক চালককে মোট ৫,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে অনুমোদিত সীমার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ১২ (বারো)টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রেজওয়ানা নাহিদ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান। এছাড়া দপ্তরের হিসাবরক্ষক জনাব আকরাম হোসেন এবং কালীগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ এ অভিযানে সহায়তা করেন।
অভিযান চলাকালে উপস্থিত চালক ও জনসাধারণের মধ্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের ফলে এখন অধিকাংশ যানবাহনে ইলেকট্রিক হর্ণ ব্যবহৃত হচ্ছে এবং হাইড্রোলিক হর্ণের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ দূষণকারী ও আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।