শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা

ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীতে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত আছে। এই দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও এবং বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় শহরের আলোবাগ মোড় এলাকায় ‘ঈশ্বরদী সচেতন নাগরিক ফোরাম’-এর ব্যানারে নেসকো কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। এতে বিদ্যুৎ গ্রাহক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

সমাবেশে তিন দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো ভোগান্তি, হয়রানি ও প্রতারণার প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করা; বিদ্যুৎ বিল থেকে ডিমান্ড চার্জ বাতিল করা; বিদ্যুৎ বিলের মূল্য সব স্লাব একই রেট নির্ধারণ করা। প্রিপেইড মিটারে হয়রানির কথা তুলে ধরে সমাবেশে বক্তারা বলেন, প্রিপেইড মিটারের কারণে সারা দেশের লাখ লাখ গ্রাহক অবর্ণনীয় ভোগান্তিতে পড়েছেন। এই মিটারের দাম ও সংযোজন খরচ অনেক বেশি, যা গ্রাহকদের নীরবে পকেট কাটার একটি ফাঁদে পরিণত হয়েছে। বিদ্যুৎ না থাকলেও প্রিপেইড মিটার রানিং থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া ডিজিট বা নম্বর বেশি থাকার কারণে অনেকেরই রিচার্জ করতে সমস্যা হয়। তিনবারের বেশি রিচার্জ করতে গেলে মিটার বন্ধ ও টাকা বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা আছে৷ মিটারে সমস্যা হলে তাৎক্ষণিকভাবে ইলেকট্রিশিয়ান পাওয়া যায় না।

সমাবেশে ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি বলেন, বিদ্যুৎ খাত থেকে রেন্টাল, কুইক রেন্টালের নামে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের লুটেরা বাহিনী ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিদ্যুৎ খাতে ৭৯ হাজার কোটি টাকার দায়-দেনা রেখে পালিয়েছেন শেখ হাসিনা। এসব অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র জনগণের সামনে প্রকাশ করার জন্য তাঁরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি। এটা দুঃখজনক। জনগণের টাকা লোপাটের জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।

ঈশ্বরদী সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক রাজিবুল আলম ইভান বলেন, ‘প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করে পুরোনো মিটারের ত্রুটি সংশোধন করতে হবে। এর মাধ্যমে জনমনে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনতে হবে। আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। যদি বিদ্যুৎ খাতের লুটের বিচার না হয়, জনমত উপেক্ষা করে ঈশ্বরদীবাসীকে হয়রানিমূলক প্রিপ্রেইড মিটার স্থাপন করা হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’ কর্মসূচি শেষে আয়োজকদের একটি প্রতিনিধি দল নির্বাহী প্রকৌশলী দপ্তরে গিয়ে তাদের দাবি জানায়।

তারা বলেন, ‘আগে টাকা, পরে বিদ্যুৎ’ নীতি ঈশ্বরদীবাসী মেনে নেবে না। অভিযোগ রয়েছে, প্রিপেইড মিটার সংযোগ একসময় বাণিজ্যিক স্বার্থে নিয়ন্ত্রিত ছিল, যার ফলে সাধারণ মানুষ হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছে।

কর্মসূচিতে অংশ নেন সচেতন নাগরিক ফোরামের সমন্বয়ক মশিউর নোমান, রাগীব আহসান রেজভী, সুলতানা পারভীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাসনিম মাহবুব প্রাপ্তি এবং নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের সংগঠক সুলতান মাহমুদ খানসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে ঈশ্বরদীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, স্থানীয় বাসিন্দা ও ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতি বিক্ষোভ, মিছিল ও বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে। তখনও সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। এর পর মিটার স্থাপন কিছু সময়ের জন্য বন্ধ করা হয়। তবে সাম্প্রতিক সময়ে আবার কিছু এলাকায় জোর করে মিটার বসানোর কাজ শুরু হয়েছে। নেসকো ঈশ্বরদী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর জানান, ‘গ্রাহকদের সকল দাবি মেনে
নেওয়া হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়