শিরোনাম
◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ০৮:৫৩ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী নগরীতে নির্মাণাধীন ভবনে মাচা ভেঙে দুই শ্রমিকের মৃত্যু: নিরাপত্তা ব্যবস্থার চরম অবহেলা

ইফতেখার আলম বিশাল: রাজশাহী নগরীর লক্ষিপুর কাঁচাবাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সাততলা থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. সুমন (৩৫), কর্ণহার থানার বেজুরা গ্রামের সেরাজের ছেলে, এবং আনারুল ইসলাম (৩৬), একই থানার বাতাসমোল্লা গ্রামের আব্দুর রাজ্জাক খোকার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে সাততলায় প্লাস্টারের কাজ করার সময় হঠাৎ মাচা ভেঙে তারা নিচে পড়ে যান। ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়, আর গুরুতর আহত অবস্থায় আনারুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ভবনের নিরাপত্তাকর্মী আব্দুল আলিম বলেন, “হঠাৎ বড় শব্দ শুনে বাইরে ছুটে যাই। দেখি দুইজন শ্রমিক রাস্তার ওপর পড়ে আছে। এক জনের মৃত্যু হয়েছে, অন্যজনকে হাসপাতালে পাঠানো হয়।”

স্থানীয়রা অভিযোগ করেন, ঠিকাদার ও হেড মিস্ত্রীর অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটে। শ্রমিকদের সেফটি বেল্ট ছাড়াই সাততলায় কাজ করানো হচ্ছিল। এছাড়াও ভবনটি দক্ষিণ পাশে ফাঁকা না রেখে নির্মাণ করা হয়েছে, যা বিল্ডিং কোডের স্পষ্ট লঙ্ঘন। তাদের দাবি—এই অবহেলা ও নিরাপত্তাহীনতার জন্য মালিকপক্ষ ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত।

নির্মাণাধীন ভবনের মালিকদের একজন তুহিন বলেন, “ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। পরে শুনেছি দুর্ঘটনা ঘটেছে। আমরা ভবনটি কন্ট্রাক্টে দিয়েছি, কাজের নিরাপত্তা ঠিকাদারের দায়িত্ব।”

এদিকে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, “নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।”

কাঁচাবারে মাছ ব্যবসায়ীরা বলেন, নির্মাণ শ্রমিকদের জন্য ন্যূনতম সেফটি বেল্ট ও হেলমেট নিশ্চিত না করেই কাজ করানো হয়েছে। সাততলায় প্লাস্টারের কাজ করার মতো ঝুঁকিপূর্ণ স্থানে এমন অবহেলা নির্মাণশিল্পে নিত্যনৈমিত্তিক হলেও এই মৃত্যু আবারও সেই লজ্জাজনক বাস্তবতাকে সামনে এনেছে।

মালিকপক্ষ বলছেন “আমরা কন্ট্রাক্টে দিয়েছি”, অথচ আইনের চোখে ভবন মালিকও দায়মুক্ত নন। নির্মাণ কাজে নিরাপত্তা বিধি মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা মালিক, ঠিকাদার ও প্রকৌশলীর যৌথ দায়িত্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়