ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া(কুমিল্লা)প্রতিনিধিঃ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাস করেননি। বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর ) কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন। এ সময় এ তথ্য জানা যায়।
ঘোষিত ফলাফল বিবরণী অনুযায়ী দেখা যায়, ওই কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ছয়জন পরীক্ষার্থী। এর মধ্যে কেউই পাস করেননি। এদিকে এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গত বছর শতভাগ পাস থাকলেও এবার কেউই পাস না করায় পুরো উপজেলায় এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এ নিয়ে পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে হতাশা বিরাজ করেছে৷ জানা গেছে, ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় বারো বার অংশগ্রহণ করে সাত বার শতভাগ পাসের তকমা রয়েছে। তবে গত একবছর কলেজ শাখায় কোনো শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা পাঠ নিতে পারেনি। যার ফলে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে।
স্থানীয় বাসিন্দা মতিউর রহমান বলেন, একটি কলেজ থেকে কেউ পাস না করার মতো দুঃখজনক ব্যাপার আর কিছু নেই। এটা আমাদের এলাকাসহ পুরো উপজেলার জন্য একধরনের কলঙ্ক। আমরা চাই এ থেকে শিক্ষা নিয়ে শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় আগামী দিনে কলেজটি ভালো ফলাফল বয়ে আনবে।
এ ব্যাপারে ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ শিবু চন্দ্র সরকার বলেন, আমরা বরাবরই ভালো ফলাফল করে আসছি। আমাদের কলেজ শাখাটি এমপিওভুক্ত না হওয়ায় গত এক বছর ধরে আমাদের কলেজ শাখায় কোন শিক্ষক ছিল না, তাই এ বছর এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হয়েছে।
এ ব্যাপারে জানতে চেয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল করিম ভূইয়ার মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।