শিরোনাম
◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রজনন মৌসুমে ইলিশ শিকার : লক্ষ্মীপুরে দুই জেলের কারাদণ্ড

জহিরুল ইসলাম শিবলু,লক্ষ্মীপুর প্রতিনিধি: ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকার ও মৎস্য বিভাগ কর্তৃক অভিযান পরিচালনাকারী টিমের উপর হামলা দায়ে লক্ষ্মীপুরে দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— রায়পুর উপজেলার চরকাচিয়া এলাকার সেকান্তর হাওলাদারের ছেলে তৈয়ব আলী ও মহরম আলী হাওলাদারের ছেলে শিপন।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরী জানান, বুধবার রাতে উপজেলার মেঘনা নদীতে অভিযান চালানোর সময় অভিযান পরিচালনাকারী টিমের উপর হামলা চালায় জেলেরা। পরে অভিযান চালিয়ে নৌকাসহ দুই জনকে আটক করা হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন মেঘনা নদী এলাকায় মৎস্য বিভাগ কর্তৃক অভিযান পরিচালনাকারী টিমের উপর হামলা ও নিষিদ্ধ সময়ে মৎস্য আহরণ করার অপরাধে আটক দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আটককৃত নৌকা পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে। প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়