শিরোনাম
◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া ◈ বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ◈ রাকসুর ৮ কেন্দ্রের ফল: ভিপি পদে প্রায় চারগুণ ভোটে এগিয়ে শিবিরের জাহিদ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দি উত্তর ইউনিয়নে ভাঙা ব্রীজের কারণে জনদুর্ভোগ 

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: ৩০ বছর আগে স্থানীয় সরকারের ( এলজিইডি) আওতায় ২কিলোমিটার রাস্তায় তৈরী হয়েছিল ৩০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থত্ব একটি ব্রীজ। এই ব্রীজটি আরও কয়েকটি ব্রীজই চলাচলের জন্য একমাত্র অবলম্বন।

দাউদকান্দি উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড গোলাপেরচর দক্ষিণ মহল্লার একমাত্র ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে মেরামতের উদ্যোগ না নেওয়ায় সেতুটির অবস্থা বর্তমানে আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

প্রতিদিন আনুমানিক ১০ হাজারেরও বেশি মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করে, যাদের বেশিরভাগই অটো রিকশা ও মোটরচালিত যানবাহনে চলাচল করে থাকেন। স্থানীয় অটোচালক নাজির হোসেন জানান, ব্রিজের পিলারের মাটি সড়ে যাওয়া ও নিচের পিলার দাইব্বা গেছে। নড়বড়ে হয়ে পড়েছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই আমরা বাঁশ দিয়ে খুঁটি দিয়েছি। ব্রীজের কাছে অটো আসলে যাত্রী নামিয়ে হেঁটে যেতে বলি।

এ অবস্থায় গ্রামবাসি জরুরি ভিত্তিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলেন, “আমরা উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন দ্রুত এই ব্রিজটির সংস্কার বা পুনর্নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়। জনগণের জীবন এখন ঝুঁকির মধ্যে।”

এদিকে স্থানীয় সচেতন মহল ও সমাজকর্মীরা সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন, আপাতত ব্রিজটির উপর দিয়ে গাড়ি চালানো থেকে বিরত থাকতে এবং নিরাপত্তার স্বার্থে হেঁটে পারাপারের আহ্বান জানিয়েছেন।

দাউদকান্দি উপজেলা প্রশাসনের প্রতি সংশ্লিষ্ট এলাকার জনসাধারণ দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে।

এ বিষয়ে উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আহম্মেদ বলেন: "এই ব্রিজটি শুধু গোলাপেরচরের মানুষের চলাচলের মাধ্যম নয়, এটি তাদের জীবনের অংশ। অথচ বছরের পর বছর ধরে ব্রিজটি ভেঙে পড়ে আছে। এলাকার মানুষ কাঁধে করে পণ্য টানছে, রোগী নিতে হচ্ছে বসমস্যা হচ্ছে। এটা একেবারে মানবিক দুর্যোগের মতো পরিস্থিতি।"

এ বিষয়ে কথা হয় উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল সরকার-এর সঙ্গে। তিনি বলেন, গোলাপেরচরের এই ভাঙা ব্রিজটি আমাদের ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অবকাঠামো। বিষয়টি আমি নিজে সরেজমিনে পরিদর্শন করেছি। মানুষের ভোগান্তি বুঝি, আমিও এই সমস্যার প্রতি খুবই সংবেদনশীল।" তিনি আরও বলেন, ব্রিজটির সংস্কারের জন্য ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ থেকে একাধিকবার উপজেলা প্রকৌশল বিভাগে বলা হয়েছে। আমরা চাই দীর্ঘস্থায়ী সমাধান, তাই শুধু মেরামত নয় — নতুন একটি পাকা ব্রিজ নির্মাণের প্রস্তাবও দেওয়া হবে।"

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, 'সরেজমিনে পরিদর্শন করে জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সেতুটি নতুন করে নির্মাণের জন্য অধিদপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়