শিরোনাম
◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৭:০০ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরিরামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা আহত

শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধার অনুসারীদের বিরুদ্ধে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম শিকদারকে মারধরের অভিযোগ উঠেছে।

গতকাল রাত ১০টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের বহলাতলী বাজারে এ ঘটনা ঘটে। আহত মাসুম শিকদার বর্তমানে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে আহত মাসুম শিকদার জানান, রাতের দিকে বহলাতলী বাজারে গেলে শাহিন মৃধার অনুসারী বাকের, আলভীসহ ১৫ থেকে ২০ জন তার ওপর হামলা চালায়। তাদের হাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা ছিল। তারা আমাকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করেছে বলে দাবি করেন মাসুম।

এ ঘটনায় যোগাযোগের চেষ্টা করা হলেও বাকের ফোন রিসিভ করেননি। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা বলেন, মাসুম শিকদার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শান্ত ভাইয়ের প্রায় ৫০ জন লোক নিয়ে বহলাতলী বাজারে আসে। তারা মোটরসাইকেলের বহর ও দেশীয় অস্ত্রসহ আমাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে আমাদের কর্মীরা প্রতিক্রিয়া দেখিয়েছে। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধা বলেন, বহলাতলী বাজারে মারামারির একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পলাশ চন্দ্র সূত্রধর জানান, আহত ব্যক্তির মুখমণ্ডল ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখমণ্ডল ফুলে গেছে।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, ঘটনার বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়