ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : প্রায় দুই দশক পর বহুল প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ অক্টোবর ২০২৫। এই নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
এরই অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর সংলগ্ন ২০০ গজ এলাকায় আগামী ১৫ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত মোট তিন দিন সময়ের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আরএমপি আইন-১৯৯২ এর ২৬(১)(ঢ), ২৯(১)(ক), ২৯(১)(খ) ও ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
•সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শন
•মাইকিং, আতশবাজি, পটকা ফোটানো ও অন্যান্য দাহ্য/ক্ষতিকর দ্রব্য ব্যবহার
•অস্ত্র-শস্ত্র (যেমন: তলোয়ার, ছোরা, লাঠি, বর্শা, বন্দুক, বিস্ফোরক দ্রব্যাদি) বহন ও ব্যবহার
তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক নিরাপত্তা কর্মীরা এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে আরএমপি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ১৩ অক্টোবর এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়।
প্রসঙ্গত: দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাওয়া এই রাকসু নির্বাচন ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক উৎসাহ ও উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনকে ঘিরে যেন কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।