শিরোনাম
◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইকনিক ভবন পটিয়ায় প্রধান ডাকঘরে অস্বচ্ছ প্রক্রিয়ায় জেলা পরিষদের জায়গা ইজারা ! 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম পটিয়া আইকনিক ভবন পোস্ট অফিসের সম্মুখে ৬ ফিট প্রস্থ ৭০ ফিট দৈঘ্য চট্টগ্রাম জেলা পরিষদের জায়গা অস্বচ্ছ প্রক্রিয়ায় ইজারা দেওয়া হয়েছে। যাহা সম্পুর্ন বেআইনি অভিমত বলে মন্তব্য করেছেন  আইনজ্ঞরা।ইজারার বিষয়ে একজন আবেদনকারী জানান, দৈনিক  আজাদী পএিকায় ইজারার সংবাদ দেখে জেলা পরিষদ গিয়ে ১ শত টাকা জমা দিয়ে ফরম জমা করি পরবর্তীতে তিন দিনের মাথায় খবর নিতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান ইজারা দেওয়া হয়ে গেছে। তখন আবেদনকারী  কিভাবে হল জানতে চাইলে, সার্ভেয়ার এবং অফিস কর্মকর্তা বলেন যে, এগুলো হয়ে য়ায় এত জানানোর দরকার পড়ে না। 

এতে আবেদনকারী বলেন, পএিকায় বিজ্ঞাপন লোক দেখানো ছাড়া কিছুই না, কেউ কিছু জানলো না, কিভাবে ইজারা প্রক্রিয়াটা হলো। ধোঁয়াশা থেকে গেল। আবেদনকারীকে অবশ্যই জানানোর প্রয়োজন। কে ইজারা পেলেন, কোন যোগ্যতায় পেলেন? দৃষ্টিনন্দন পটিয়া আইকনিক ভবন পটিয়া পোষ্ট অফিস প্রধান ডাকঘর সামনে ইজারা দেওয়া নিয়ে আপামর জনসাধারণের তিব্র  প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সচেতন মহল ইজারা বাতিল পুর্বক পটিয়া সৌন্দর্যবর্ধন আইকনিক ভবন পটিয়া পোষ্ট অফিস তাদের ৩৮ শতক জায়গায় পরিমাপ থাকার সক্তে সীমানা প্রাচীর ভিতরে বেশ কয়েকটি গাছ কর্তন করে। দুইটি সরকারি জেলা পরিষদ- ডাক বিভাগ সৃষ্ট সমস্যা সমাধান করতে হলে উভয় পক্ষ চিঠি  চালাচালি করার পর সংশ্লিষ্ট উভয় কতৃপক্ষ সমাধান করা যেতে পারে এমন মন্তব্য করেন ডাকবিভাগের কর্মকর্তারা।
কিন্তু অদৃশ্য শক্তির ইশারায় তাহা করা হচ্ছে না?  জেলা পরিষদের,  ইজারকৃত জায়গা ইজারাকারীকে বুঝিয়ে দিতে গেলে পোস্ট অফিস কতৃপক্ষের সাথে ঝামেলার সৃষ্টি হয়। পোস্ট অফিসের কম্পাউন্ডে এই জায়গার অবস্থান হওয়াতে বিপত্তি ঘটে।এ জায়গা ইজারা নিয়ে জনমনে অস্থিরতা বিরাজ করছে। একটি সরকারি প্রতিষ্ঠানের সম্মুখে দোকানগৃহ কতটুকু যুক্তিযুক্ত।

বিগত আওয়ামী সরকার আমলেও পটিয়া ডাকবাংলোর মোড়ে, জেলা পরিষদের জায়গা আর্থিক সুবিধা নিয়ে দোকান বরাদ্দের অভিযোগ রয়েছে। একটি মহল উইপোকার মতন পটিয়া প্রধান ডাকঘর পোস্ট অফিস জায়গা সীমানা প্রাচীর ভেদ করে দখল পায়তারা চালাচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ ও স্থানীয়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়