মো:আদনান হোসেন ধামরাই ঢাকা : ধামরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে চারজনকে ভ্রাম্যমান আদালত কারাদণ্ড দিয়েছে।
আজ (১৪ অক্টোবর) গতকাল রাতে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামনুন আহম্মেদ অনীক এই সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন:১।মোঃ কপিল মোল্লা (৬৫), যাদবপুর গ্রামের মৃত কয়েদ আলীর মোল্লার ছেলে-৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
২।মোঃ আমিনুল ইসলাম (২৫), যাদবপুর গ্রামের হারুণ মিয়ারছেলে-৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
৩।মোঃ মজনু মিয়া (৪২), সানোড়া ইউনিয়নের খাগুটিয়া গ্রামের মৃতচান্দু মিয়ার ছেলে-৩মাসের বিনাশ্রম কারাদণ্ড
৪।মোঃ কানন হোসেন (২৭), যাদবপুর ইউনিয়নের আমরাইল গ্রামের হাসান আলীর ছেলে-৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, মাদকমুক্ত ধামরাই গড়ার লক্ষ্যে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে।