শিরোনাম
◈ অবশেষে দুদকের ঘুষ বানিজ্য মামলায় গ্রেফতার হলো কাস্টমস কর্মকর্তা ◈ দিনদুপুরে প্রাইভেট কারে থাকা বিএনপি কর্মীকে এলোপাতাড়ি গুলি করে হত্যা ◈ হজের নিবন্ধন করা যাবে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েই  ◈ একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম ◈ ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ ◈ নতুন ২ জাতীয় দিবসে ছুটি থাকবে? যা জানাগেল ◈ অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের পাশে থাকতে চায় জার্মানি ◈ জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে নিতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে : মির্জা ফখরুল ◈ বাংলা‌দেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন ◈ ভারতের নাগরিকত্ব নিতে চলেছেন পাকিস্তানের সা‌বেক ক্রিকেটার দানিশ কানেরিয়া?

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় হরিদাস বিশ্বাস (৪৫) নামে এক ইউপি সদস্যের ইয়াবা ট্যাবলেট সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। 

মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১১ সেকেন্ডের ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। তিনি উপজেলার ফুলসুতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য। একজন জনপ্রতিনিধির এভাবে প্রকাশ্যে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ায় এলাকায় সমালোচনা চলছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ঘরের ভেতরে খাটের ওপর বসে দুই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট সেবন করছেন। পাশে বসে এক নারী লাইট জ্বালিয়ে আলো দিচ্ছে। ভিডিওর মধ্যে থাকা একজন নারী ও দুই পুরুষের মধ্যে ফুলসুতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হরিদাস বিশ্বাস রয়েছেন। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। ইয়াবা সেবনের ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন ইউপি সদস্য হরিদাস বিশ্বাস। এমনকি তার ফোনও বন্ধ পাওয়া যায়।

মঙ্গলবার দুপুরে ফুলসুতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম বলেন, ভিডিওটি আমি দেখিছি। একজন ইউপি সদস্য এভাবে ইয়াবা সেবন করতে পারেন না। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তাকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করীম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দীন বলেন, ভিডিওটি আমি এখনো দেখিনি। তবে ভিডিওটি দেখে এবং তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায়, তাহলে ওই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করার জন্য আবেদন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়