শিরোনাম
◈ অবশেষে দুদকের ঘুষ বানিজ্য মামলায় গ্রেফতার হলো কাস্টমস কর্মকর্তা ◈ দিনদুপুরে প্রাইভেট কারে থাকা বিএনপি কর্মীকে এলোপাতাড়ি গুলি করে হত্যা ◈ হজের নিবন্ধন করা যাবে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েই  ◈ একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম ◈ ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ ◈ নতুন ২ জাতীয় দিবসে ছুটি থাকবে? যা জানাগেল ◈ অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের পাশে থাকতে চায় জার্মানি ◈ জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে নিতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে : মির্জা ফখরুল ◈ বাংলা‌দেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন ◈ ভারতের নাগরিকত্ব নিতে চলেছেন পাকিস্তানের সা‌বেক ক্রিকেটার দানিশ কানেরিয়া?

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৫, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর সর‌লে গুলাগু‌লির ঘটনায় আহত ৪ জন‌কে চমেকে প্রেরন

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি: চট্টগ্রা‌মের বাঁশখালীর সাগর উপকুলীয় সরল ইউ‌নিয়‌নের পশ্চিম সরলে সোমবার (৬অ‌ক্টোবর) রা‌তে বিবাদমান দু,গ্রু‌পের ম‌ধ্যে আবা‌রো সংঘ‌র্ষের ঘটনা সংঘ‌টিত হ‌য়ে‌ছে । এ ঘটনায় বেশ ক‌য়েকজন আহত হ‌লেও হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌তে আসা ছেড়া গু‌লি‌তে আহত ৪ জন‌কে চ‌মেক হাসপাতা‌লে রেফার করা হ‌য়ে‌ছে ।

সোমবার রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পু‌লিশ ঘটনাস্থ‌লে র‌য়ে‌ছে । ত‌বে প‌রি‌বেশ শান্ত ব‌লে পু‌লিশ সু‌ত্রে জানা গে‌ছে। স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সু‌ত্রে জানা যায়,সোমবার সন্ধ‌্যা থে‌কে রাত ৯টা পর্যন্ত

সরল ইউনিয়নের পশ্চিম সরলে বিবাদমান মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে পু‌র্বের ঘটনার জের ধ‌রে দেশীয় ও অ‌বৈধ অস্ত্র নি‌য়ে সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। এ সময় বেশ কয়জন আহত হ‌লে ছেঁড়া গু‌লি‌তে আহত মোঃআবু তা‌হের (৫৫), সাইদুল ইসলাম (১৭), নুরুল আবছার‌ (১৬) ও মোহাম্মদ রু‌বেল (২১)‌কে রাত সা‌ড়ে নয়টার দি‌কে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে আনা হ‌লে, জরুরী বিভা‌গে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে তা‌দের চ‌মেক হাসপাতা‌লে রেফার করা হয় । আহ‌তেরা সবাই ছেঁড়া গুলি‌তে আহত ব‌লে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে জরুরী বিভা‌গে দা‌য়িত্বরত চি‌কিৎসক ডাঃ সৌরভ দেব বা‌প্পি জানান । তি‌নি সবাইকে চ‌মেক হাসপাতা‌লে রেফার করার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন ।

স্থানীয় সু‌ত্রে জানা ,সর‌লের বিবাদমান এ দু,গ্রপের বেশ ক‌য়েক‌টি মামলা র‌য়ে‌ছে প‌ক্ষে বিপ‌ক্ষে । ফ‌লে ঘটনায় আহত কয়জন বিগত মামলার আসা‌মি হওয়া‌তে তারা হাসপাতা‌লে চি‌কিৎসা না নি‌য়ে ব‌্যক্তিগত ভা‌বে চি‌কিৎসা নি‌চ্ছে ।

সরল ইউনিয়নের পশ্চিম সরলে বিবাদমান মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে চল‌তি বছ‌রের বেশ কয়বার সংঘ‌র্ষে জড়ায় প্রকা‌শ্যে অ‌বৈধ অস্ত্র নি‌য়ে ।এ‌তে বেশ কয় আহত ও গু‌লি‌বিদ্ধ হ‌য়ে‌ছিল । বার বার দু,গ্রু‌পের সংঘর্ষ ও অবৈধ অ‌স্ত্রের মহড়া এলাকার সাধারন জনগন সবসময় শং‌কিত থা‌কে ব‌লে নাম প্রকাশ না করার শ‌র্তে জানান অ‌নেকে।

বাঁশখালী থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার ঘটনার ব‌্যাপা‌রে সোমবার রাত ১১টায় দৈ‌নিক আজ‌াদী‌কে বলেন, সন্ধ‌্যায় থেকে দু,পক্ষের সংঘ‌র্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আ‌সি। বর্তমানে ঘটনাস্থলে আ‌ছি ,প‌রি‌বেশ শান্ত রয়েছে বলে তি‌নি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়