শিরোনাম
◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী স্ন্যাপচ্যাটের সাবেক প্রধান কৌশল ইমরান খান, নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে সাক্ষাৎ ◈ বাংলাদেশি তরুণ কীভাবে পাকিস্তানে গিয়ে সেনা অভিযানে নিহত হলেন? ◈ ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌তে ১৫ অ‌ক্টোবর ঢাকায় আস‌ছে ওয়েস্ট ই‌ন্ডিজ ◈ নতুন প্রজ্ঞাপন: বেসরকারি খাতের বৈদেশিক ঋণও থাকবে কেন্দ্রীয় নজরে ◈ জুলাই গণঅভ্যুত্থানে সারাদেশে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ২১ চিকিৎসকের সুপারিশ স্থগিত, দুজনের প্রার্থিতা বাতিল ◈ ভারত ও আওয়ামী লীগের দুজেনেরই ক্ষতি হয়েছে, বললেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ নতুন নির্দেশনা জারি স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে ◈ গাজীপুরে বিশ্বের সবচেয়ে বড় গ্রাউন্ড স্টেশন বসাচ্ছে স্টারলিংক, ইন্টারনেট সেবা দিতে চায় পার্শ্ববর্তী দেশেও ◈ শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই অ্যাপ বন্ধের চিন্তা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৭ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে পূজামণ্ডপে র‍্যাবের কড়া নিরাপত্তা, ভক্ত-দর্শনার্থীদের স্বস্তি।

মো: আদনান হোসেন ধামরাই ঢাকা: ঢাকা জেলার ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সরেজমিনে তদারকি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মোঃ নাজমুল ইসলাম পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং আগত ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে কথাও বলেন। পূজামণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।”

পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক  নন্দ গোপাল সেন বলেন, “র‍্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতায় আমরা স্বস্তি বোধ করছি। নির্ভয়ে পূজা উদ্‌যাপন করতে পারছি।”

একজন ভক্ত সুমন দত্ত আনন্দের সঙ্গে জানান, “আগে ভিড়ের সময় একটু ভয়ের মধ্যে থাকতে হতো। এখন র‍্যাব-পুলিশের উপস্থিতি দেখে মনে হচ্ছে নির্ভয়ে আনন্দ করা যাবে।”

ধামরাইয়ের স্থানীয়দের মতে, র‍্যাবের এমন উদ্যোগ শুধু দুর্গাপূজা নয়, যেকোনো উৎসব নির্বিঘ্ন করতে বড় ভূমিকা রাখছে। পূজামণ্ডপজুড়ে ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতি বাড়লেও আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে বিরাজ করছে উৎসবের আমেজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়