আবদুল ওহাব, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর এলাকার এক হিন্দু যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন।
সোমবার ৩০ সেপ্টেম্বর মাঝিড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, পূর্বে তার নাম ছিল শ্রী মদন কুমার। ধর্মান্তরিত হওয়ার পর তার নতুন নাম রাখা হয়েছে আব্দুল্লাহ। তিনি ডোমনপুকুর এলাকার শ্রী কালাচানের ছেলে।
ধর্ম পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ জানান, "আমি কারো প্ররোচনায় নয়, সম্পূর্ণ স্বজ্ঞানে ও স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি।" তিনি আরও বলেন, “আমার হৃদয়ে দীর্ঘদিন ধরেই ইসলামের প্রতি আকর্ষণ ছিল। অবশেষে এভিডেভিড ও ধর্মীয় রীতি অনুযায়ী ধর্মান্তরি হয়েছি এবং আমি এই পথ বেছে নিয়েছি।”