জিয়া উদ্দিন সিদ্দিকী ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ স্বাধীনতার ৫৪ বছরেও বরগুনার আমতলীতে শহীদ মিনার, স্মৃতিসৌদ, মুক্ত মঞ্চের মতো জাতীয় প্রতিষ্ঠান নির্মিত না হলেও এসব গুরুত্বপূর্ণ বিষয় সহ আরও দু'টি প্রকল্প বাস্তবায়ন করেছেন নবাগত উপজেলা নির্বাহী মোঃ রোকনউজ্জামান খান।
এ সকল জনগুরুত্বপূর্ণ স্থাপনা গুলো নির্মানে উপজেলা বাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও তা আলোর মুখ দেখেনি। দীর্ঘ এ সময়ে একাধিক জনপ্রতিনিধি থেকে প্রশাসনের কেহ এসব নির্মানে এগিয়ে না আসলেও জনদাবী বিবেচনা করে প্রকল্প গুলো বাস্তবায়ন করলেন রোকন উজ্জামান খান।
তার আমতলীতে যোগদানের পরিচিতি সভায় উপস্থিত সকলে এসব স্হাপনা নির্মাণে তার নিকট দাবী জানান। সভায় তিনি প্রতিটি স্থাপনা স্বল্প সময়ের মধ্যে নির্মাণের প্রতিশ্রতি দেন। সে অনুযায়ী প্রকল্পের কাজ যথা সময়ে শুরু করা হয়েছে। এরমধ্যে একটির সংস্কারের পর উদ্বোধন করা হয়েছে এবং অপরটি এ মাসের ত্রিশ তারিখে উদ্ভোদন করা হবে।
পঞ্চাশ লক্ষ টাকা ব্যায়ে নির্মিতব্য প্রকল্পগুলো হলো শহীদ মিনার, স্মৃতিসৌধ, মুক্ত মঞ্চ, অফিসার ক্লাব ও উপজেলা পরিষদ মিলনায়তন এবং শিশু পার্কের সংস্কার ও নতুন রাইড স্হাপন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী জানান, এ সকল প্রকল্প গুলো নির্মাণের জন্য উপজেলা বাসীর দাবীর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের আন্তরিক প্রচেষ্টায় ও প্রকৌশল বিভাগের সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পের কাজ স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হবে। ইতিমধ্যে একটি উদ্ভোদন করা হয়েছে এবং আরও একটি এ মাসের ৩০ তারিখ উদ্বোধন করা হবে।