সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে পানি উন্নয়ন বোর্ডের ৪০ ফিট জায়গা দখল করে জেনিন বাসের পার্কিং গ্যারেজ তৈরি করার অভিযোগ উঠেছে। তবে দখল হয়ে যাওয়া ওই জায়গা দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চললেও এ বিষয়ে নির্বিকার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ও সচেতন মহল।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে সরজমিনে ঘুরে দেখা যায়, চৌহালী উপজেলার এনায়েতপুর কেজির মোড় এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকার জায়গা দখল করে ক্ষমতার প্রভাব দেখিয়ে জেনিন এন্টার প্রাইজের মালিক মোঃ মেজবাহুল ইসলাম লিটন বাসের পার্কিং গ্যারেজ নির্মাণ করেছে।
সম্প্রতি মেজবাহুল ইসলাম ঐ এলাকার আনিছ, আতা ও সবুজের নিকট থেকে ১৮ শতক জায়গা ক্রয় করেছেন। ইতিমধ্যে সেই জায়গার সামনে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় কয়েক দিন ধরে চার দিকে বাউন্ডিং ওয়ালসহ টিন দিয়ে বেড়া দিয়ে জেনিন এন্টার প্রাইজের পার্কিং গ্যারেজ নির্মাণ করছেন।
স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদাসীনতায় ও কিছু অসাধু কর্মচারীদের যোগসাজসে দিন দিন স্থানীয় প্রভাবশালীরা পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তুলছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অনেকেই জানান, রহস্যজনক কারণে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসওরা কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ বিষয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে জেনিন এন্টার প্রাইজের মালিক মোঃ মেজবাহুল ইসলাম লিটন বলেন, পানি উন্নয়ন বোর্ড থেকে অনুমতি নেওয়া হয়নি। আপনারা নিউজ করেন। যদি পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে থাকি, তাহলে তারা ভেঙ্গে দেবে। আমার কোন আপত্তি নেই।
এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান বলেন, ইতিমধ্যে জায়গা দখল করে যারা দোকান নির্মাণ করেছিল, তা ভেঙ্গে দিয়েছি। অবৈধভাবে যদি কেউ সরকারী জায়গা দখল করে, তাহলে আবারও ভেঙ্গে দেওয়া হবে এবং পানি উন্নয়ন বোর্ডের জায়গা উদ্ধারসহ দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’