শিরোনাম
◈ বিতর্কিত বক্তব্যে সতর্ক করল জামায়াত, ক্ষমা চাইলেন মুফতি আমির হামজা ◈ আসাম রা‌জ্যে মুসলমান‌দের দমন কর‌তে ইসরা‌য়ে‌লি ম‌ডেল ব‌্যবহার কর‌তে চান ন‌রেন্দ্র মো‌দি ◈ আজ রাতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা, ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ◈ পিআর নিয়ে সরকারের কম কথা বলাই ভালো: শফিকুল আলম ◈ আ. লীগ ও তার দোসরদের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ করতে হবে: নাহিদ ইসলাম ◈ আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল বাংলাদেশেই ◈ ৩ জেলায় নতুন ডিসি ◈ সাবেক ভূমিমন্ত্রীর অবৈধ সম্পদ অর্জনের ২৩ বস্তা আলামত উদ্ধার ◈ সরকারি কর্মচারীরা সুখবর পেলেন ‘ভাতা’ নিয়ে, কোন গ্রেডে কত বাড়লো? ◈ চীনের হুম‌কি হ‌য়ে দাঁড়া‌লো যুক্তরা‌স্ট্রের টাইফুন ক্ষেপণাস্ত্র

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩০ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পের রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে শহরের জিগাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ পাওয়া যায়।
নিহতের নাম কারপোভ ক্রিল (২৬)। তিনি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ইএসকেএম–এর বিদ্যুৎ প্রযুক্তিবিদ হিসেবে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আফজাল হোসেন জানান, ‘ক্রিল ওই এলাকার চিকিৎসক আনোয়ার হোসেনের বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে একাই থাকতেন। শনিবার রাতে রাশিয়ায় থাকা তাঁর পরিবারের সদস্যরা বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।

পরে তাঁরা বিষয়টি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তাকে জানান। নিরাপত্তা কর্মকর্তা দোভাষী আনোয়ারুল ইসলাম ও পাশের ফ্ল্যাটে থাকা আরেক রাশিয়ান নাগরিককে নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে ক্রিলকে বিছানার ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে রাশিয়ান চিকিৎসক মিখাইল এসে তাঁকে মৃত ঘোষণা করেন।’ ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারপোভ ক্রিল মস্তিষ্কে রক্তক্ষরণে (ব্রেন স্ট্রোক) মারা গেছেন। কয়েক দিন আগে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।’

তিনি আরও জানান, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়