দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টা ১৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিলো সিলেটের ছাতকে।
আট দিনের মধ্যে দেশে এটি দ্বিতীয় ভূমিকম্পের ঘটনা। এর আগে গত রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে। এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।
আজকের ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেট অঞ্চলে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ১৮৫ কিলোমিটার উত্তর–পূর্বে।
আজকের ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেট অঞ্চলে উৎপত্তিস্থল হলেও সেখানকার বাসীন্দাদের কেউ কেউ কম্পন টের পাননি বলে সময় সংবাদকে জানিয়েছেন।