মো. আসাদুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক চাপায় আবুল কালাম আজাদ(২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার দুপুরে নাচোল উপজেলার ফতেপুর বাজার এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। নিহত আজাদ গোমস্তাপুরের নয়াদিয়াড়ী গ্রামের সাদেক আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে ফতেপুর এলাকায় একটি ভ্যানকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি স্লিপ কেটে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
পরিবার সূত্রে জানা গেছে আবুল কালাম আজাদ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতো। ফুফা শাশুড়ির মৃত্যুতে জানাযায় অংশ নিতে ঢাকা থেকে মোটরসাইকেল চালিয় গ্রামের বাড়িতে আসার পথে এই দূর্ঘটনা ঘটে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, ফতেপুর বাজার এলাকায় একটি মোটরসাইকেল স্লিপ করে ট্রাকের চাকার নিচে পড়ে আজাদ নামে একজন ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে রাখে। এ ঘটনায় নাচোল থানায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।