শিরোনাম

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২১ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নতুন কর্মসূচি দিয়ে মহাসড়কের অবরোধ প্রত্যাহার, যানচলাচল স্বাভাবিক 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে সারাদিনের মহাসড়ক অবরোধ কর্মসূচী সাময়িকভাবে শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭ টা থেকে ভাঙায় ঢাকা-খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে অবরোধ কর্মসূচি শুরু করে স্থানীয় জনতা। ১২ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অবরোধকারীরা আজকের মতো অবরোধ তুলে নেয়। পরে ওই দুটি মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। তবে আগামীকাল শুক্র ও পরেরদিন শনিবার কোন কর্মসূচি রাখেনি অবরোধকারীরা।

অবরোধ কর্মসূচী সাময়িক প্রত্যাহারের পাশাপাশি আন্দোলনকারীরা নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন আগামীকাল শুক্র এবং পরদিন শনিবার তাদের দাবি মেনে নেওয়া না হলে রোববার ১৪ সেপ্টেম্বর সকাল ছয়টা থেকে পুনরায় ২৪ ঘন্টা ব্যাপী লাগাতার কর্মসূচি শুরু করা হবে। 

এদিকে, সন্ধ্যায় অবরোধ তুলে নেওয়ার পর ধীরগতিতে যানবাহন চলাচল শুরু হয় এবং আটকে থাকা যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। দীর্ঘ সময় আটকে থাকার পরও খাবার-পানি ও ভোগান্তির চাপ সামলে অনেকেই গন্তব্যে রওনা হন। পরিবহন, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক ও কাভার্ডভ্যানগুলোও গন্তব্যে যেতে চলাচল শুরু করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার কিছু সময় আগে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মাইকে ঘোষণা দিয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার ও নতুন কর্মসূচি ঘোষণা দেন স্থানীয় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞা। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭ টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড, এবং ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় ওই দুই ইউনিয়নের জনগণ মহাসড়ক দুটি অবরোধ করে। এতে ওই দুই মহাসড়কে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ বিভিন্ন শত শত যানবাহন আটকে পড়ে। এছাড়াও সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-খুলনা রেলসড়কের ভাঙ্গার কৈডুবিতে গাছের গুঁড়ি ফেলার ফলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলস্টেশনে থেমে থাকে। পরে অন্য রুটে ঢাকায় পৌঁছায়।

জানতে চাইলে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম.ম.সিদ্দিক মিঞা বলেন, সরকারি ছুটি ও নামাজের কারণে শুক্র ও শনি বার আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবিবার সকাল ছয়টা থেকে লাগাতর অবরোধ কর্মসূচি পালন করা হবে। 

তিনি আরও বলেন, আমাদের কোনো মিশন ভিশন নেই, রাজনৈতিক কোনো উদ্দেশ্যও নেই। আমাদের চাওয়া একটাই-আমরা ভাঙ্গা ছেড়ে নগরকান্দায় যাবো না। আমরাও চাই না কারও ভোগান্তির সৃষ্টি হোক, কিন্তু প্রশাসন আমাদের দাবিকে দাম না দেওয়ায় আমরা এ পথে আসতে বাধ্য হয়েছি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, তৃতীয় দিনের মতো সকাল-সন্ধ্যা মহাসড়ক অবরোধ কর্মসূচি সন্ধ্যা ছয়টার দিকে আন্দোলনকারীরা প্রত্যাহারের পর দুটি মহাসড়কে যানচলাচল চলাচল শুরু হয়। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রবিবার সকাল থেকে ফের অবরোধ কর্মসূচি চলবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। 

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর-২ আসনে নগরকান্দায় যুক্ত করা হয়। এর প্রতিবাদে একাধিকবার মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী এবং হাইকোর্টে রিটও দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়