মিজান লিটন, চাঁদপুর: চাঁদপুর জেলা প্রশাসন, পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ অংশীজনদের নিয়ে শহরের যানবাহন চলাচলে ৮টি নিয়ম বেঁধে দিলেও তা মানতে নারাজ অটোরিকশা, অটোবাইকসহ অন্যান্য যানবাহনের চালকরা। নিয়মের প্রতিবাদে তারা শহরের প্রবেশমুখে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। এতে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
শহরের পুরান বাজার-নতুন বাজার ব্রিজের পালবাজার অংশ, চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়ক এবং ওয়ারলেস বাজার মোড়ে চালকরা একযোগে সড়ক অবরোধ করেন। এর ফলে শহরে যানবাহন প্রবেশ ও বহির্গমন বন্ধ হয়ে যায়। যাত্রীরা বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন।
সরেজমিনে পালবাজার গেটে দেখা যায়, ব্রিজের নিচ থেকে পুরান বাজার পর্যন্ত বিশাল যানজট। চালকরা প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে স্লোগান দিতে থাকেন। তাদের বক্তব্য, প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী লাল ও সবুজ অটোরিকশা একদিন পরপর শহরে চলবে। কিন্তু একদিন রোজগার বন্ধ থাকলে সংসার চলবে কিভাবে? এ সময় চালকদের বিক্ষোভে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতা উপস্থিত হয়ে তাদের সমর্থন জানান।
পরে পৌর প্রশাসক গোলাম জাকারিয়া ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি আপনারা না মানেন, তবে আগের নিয়মেই গাড়ি চালান।” এরপর অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
একই সময়ে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কেও চালকরা অবরোধ করেন। এতে শত শত বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স আটকে পড়ে। যাত্রীরা আবারও পায়ে হেঁটে লঞ্চঘাট ও বাসস্ট্যান্ডের দিকে যেতে বাধ্য হন। সেখানে উপস্থিত ট্রাফিক পুলিশের টিআই (অ্যাডমিন) মাহফুজুর রহমান পৌর প্রশাসকের বক্তব্য চালকদের জানান। তবে এতে তারা আরও ক্ষুব্ধ হয়ে জেলা প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দেন। কিছুক্ষণ পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
চালকদের অভিযোগ, “এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। মালিকরা গাড়ি চালান না, সড়কে থাকতে হয় আমাদেরই। প্রতিদিনের শেষে মালিকের টাকা দিতে হয়। তাই সমস্যার বোঝা আমাদের ঘাড়েই পড়ে।”
উল্লেখ্য, শহরে যান চলাচলে জেলা প্রশাসনের ৮ নির্দেশনা বাস্তবায়নের তারিখ ছিল ১০ সেপ্টেম্বর। তবে প্রথম দিনেই চালকদের আন্দোলনের মুখে সিদ্ধান্ত ভেস্তে যায় এবং পূর্বের নিয়মে ফিরে যায় যানবাহন চলাচল।