শিরোনাম
◈ ভারতের সুপ্রিম কোর্টে সতর্কবার্তা: বাংলাদেশ-নেপালে তরুণদের আন্দোলনে সরকার পতনের প্রসঙ্গ টেনে বিজেপিকে হুঁশিয়ারি ◈ কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালাল ইসরায়েল ◈ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত ◈ ৯/১১ হামলার ২৪ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে শোক ও শ্রদ্ধা ◈ ৩৩ বছর পর ভোট জাকসুতে—ভিপি, জিএস, এজিএসসহ ২৫ পদে লড়ছেন ১৭৭ প্রার্থী ◈ নরসিংদীতে তুচ্ছ ঘটনায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা ◈ চিঠি লিখে ভারতকে একহাত নিলেন নেপালের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ◈ লাইফ সাপোর্টে ফরিদা পারভীন ◈ এ‌শিয়া কাপ, ৪ ওভার ৩ বল খে‌লে আরব আ‌মিরাত‌কে হারা‌লো ভারত ◈ আগুন জ্বলে উঠতে পারে ভারতেও, শিবসেনা নেতার সতর্কতা

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২১ বিকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে তিন ফসলী জমিতে রিয়া অটো রাইচ মিল বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে কৃষি জমিতে রিয়া অটো রাইচ মিল ও তিন ফসলী জমিতে পুকুর খনন বন্ধের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের সামনে ভুক্তভোগী কৃষক এস এম সোহাগ সরকারের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ থানা পুলিশ ও র‌্যাব ১২ এর সদস্যদের সহযোগিতায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী কৃষক এস এম সোহাগ হোসেন বলেন, এই অটো রাইস মিল বন্ধ না করা হলে অটোমিলের বিষাক্ত কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাসের কারণে এলাকা মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তিনি আরো বলেন, উপজেলার চান্দাইকোনা মৌজায় তিন ফসলি জমিতে গড়ে উঠে স্থানীয় কতিপয় প্রভাবশালীদের বিসমিল্লাহ অটো রাইস মিল। এই রিয়া অটো রাইস মিল নির্মাণ কাজ বন্ধের জন্য ইতিমধ্যেই সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগও দাখিল করা হয়েছিলো। কিন্তু রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার যোগসাজশে রাতারাতি নাম পরিবর্তন করে রিয়া অটো রাইস মিলকে পরিবেশ ছাড়পত্র ও তিন ফসলী জমিতে পুকুর খননের অনুমতি দেন।

ভুক্তভোগী কৃষক এস এম সোহাগ হোসেন বলেন, তিন ফসলী জমিতে গড়ে ওঠা বিধ্বংসকারী ও ফসলী জমি বিনষ্টকারীদের পরিবেশগত ছাড়পত্র বাতিল ও ফসলী জমিতে পুকুর খনন বন্ধ করতে হবে এবং পরিবেশ ও তিন ফসলী জমি রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী কৃষক এস এম সোহাগ হোসেন, চান্দাইকোন ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহসভাপতি রুবেল সরকার, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ওর্য়াড কৃষকদলের সাধারণ সম্পাদক মোমিন মিয়া,  কৃষকদল নেতা বাবু সেখ, বিএনপি নেতা আবু ওয়াজেদ সরকার প্রমুখ। মানববন্ধনে শত শত ভুক্তভোগী কৃষক অংশ গ্রহণ করেন।

এরআগে, মিলটির বিরুদ্ধে বিষাক্ত পানি, বর্জ্য, ছাই ও কালো ধোয়ায় ফসল ও পরিবেশ নষ্টের হাত থেকে রক্ষার অভিযোগে রিয়া অটো রাইস মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পরিবেশ ভবন আগারগাঁও এ পরিবেশ অধিদপ্তরের যুগ্ন সচিব ও মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন কৃষকের ফসলের ক্ষতির অভিযোগে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়