শিরোনাম
◈ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি? ◈ ভারতের সুপ্রিম কোর্টে সতর্কবার্তা: বাংলাদেশ-নেপালে তরুণদের আন্দোলনে সরকার পতনের প্রসঙ্গ টেনে বিজেপিকে হুঁশিয়ারি ◈ কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালাল ইসরায়েল ◈ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত ◈ ৯/১১ হামলার ২৪ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে শোক ও শ্রদ্ধা ◈ ৩৩ বছর পর ভোট জাকসুতে—ভিপি, জিএস, এজিএসসহ ২৫ পদে লড়ছেন ১৭৭ প্রার্থী ◈ নরসিংদীতে তুচ্ছ ঘটনায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা ◈ চিঠি লিখে ভারতকে একহাত নিলেন নেপালের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ◈ লাইফ সাপোর্টে ফরিদা পারভীন ◈ এ‌শিয়া কাপ, ৪ ওভার ৩ বল খে‌লে আরব আ‌মিরাত‌কে হারা‌লো ভারত

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৮ বিকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়  স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগ

আইরিন হক, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে স্কুল থেকে ফেরার পথে জাকিয়া পারভিন নামে সপ্তম শ্রেনীতে পড়ুয়া  এক শিক্ষার্থীকে অপহরন করেছে বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্তরা হলেন, বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের সেলিম হোসেনের ছেলে সুমন,কাগমারি গ্রামের হাবুর ছেলে জিসানসহ অজ্ঞাত কয়েকজন।

মঙ্গলবার(০৯ সেপ্টেম্বর) বিকালে বেনাপোল পোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিক্ষার্থীর মা শিখা বেগম।
এর আগে গত সোমবার  তাকে অপহরন করা হয়। অপহরনকৃত শিক্ষার্থী বেনাপোলের কাগমারী কিন্ডার গার্ডেনের ছাত্রী  ও কাগমারী গ্রামের জাহিদ হাসানের মেয়ে তিনি।

অপহরনের শিকার শিক্ষার্থীর  মা শিখা খাতুন পুলিষকে লিখিত অভিযোগে জানিয়েছেন, তার মেয়ে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উক্তত্ব করতো  সুমন ও তার সাঙ্গ পাঙ্গরা।  এতে প্রতিবাদ করা হলে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হতো। মঙ্গলবার তিনি তার মেয়েকে স্কুল শেষে বাড়ি নিয়ে আসছিলেন। পথিমধ্যে সুমন তার কয়েকজন বন্ধু একটি প্রাইভেট কার নিয়ে গতিরোধ করে। পরে জোর করে তার মেয়েকে উঠিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে তিনি পুলিশকে অভিযোগ দিয়েছেন। বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাসেল মিয়া জানান, অভিযোগ পাওয়ার পর থেকে শিক্ষার্থীকে  উদ্ধারের সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তবে ছেলের পরিবার ও স্থানীয়রা দায়িত্ব নিয়ে জানিয়েছেন, বুধবারের (১০ সেপ্টেম্বর) দিনের মধ্যে  ঐ শিক্ষার্থীকে তার পরিবারের কাছে ফেরত ফেরত দিবে। এক্ষেত্রে কথা না রাখলে পুলিশ আরো কঠিন ভুমিকায় যাবে জানান ওসি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়