নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান হাওলাদার (৫২)কে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত নয়টায় দিকে উপজেলার গাজীপুরা স্কুলের পশ্চিম পাশের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার গাজীপুরা গ্রামের মৃত আসমত আলী হাওলাদারের পুত্র।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, গ্রেফতার ফোরকান হাওলাদারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রæত বিচার) আইনে মামলা রয়েছে। বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নিকট হতে মামলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই করা হচ্ছে।
এ ছাড়া তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা,জমি দখল ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের সাথে নাশকতার পরিকল্পনার অভিযোগসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।