শিরোনাম
◈ ভারতের সুপ্রিম কোর্টে সতর্কবার্তা: বাংলাদেশ-নেপালে তরুণদের আন্দোলনে সরকার পতনের প্রসঙ্গ টেনে বিজেপিকে হুঁশিয়ারি ◈ কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালাল ইসরায়েল ◈ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত ◈ ৯/১১ হামলার ২৪ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে শোক ও শ্রদ্ধা ◈ ৩৩ বছর পর ভোট জাকসুতে—ভিপি, জিএস, এজিএসসহ ২৫ পদে লড়ছেন ১৭৭ প্রার্থী ◈ নরসিংদীতে তুচ্ছ ঘটনায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা ◈ চিঠি লিখে ভারতকে একহাত নিলেন নেপালের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ◈ লাইফ সাপোর্টে ফরিদা পারভীন ◈ এ‌শিয়া কাপ, ৪ ওভার ৩ বল খে‌লে আরব আ‌মিরাত‌কে হারা‌লো ভারত ◈ আগুন জ্বলে উঠতে পারে ভারতেও, শিবসেনা নেতার সতর্কতা

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যাস সংকটে তিন মাস ধরে বন্ধ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: গ্যাস সংকটের কারণে টানা তিন মাস ধরে বন্ধ রয়েছে নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। এক হাজার ৬১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেন্দ্রটির সাতটি ইউনিটের সবগুলোই বর্তমানে অচল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুই বছর ধরে এ বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সংকট চলছে। এরই ধারাবাহিকতায় গত ৯ জুন ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিট, ১৩ জুন ৩৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিট এবং ১৪ জুন ৩৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৭ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। সরকার সার কারখানায় গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়ায় বিদ্যুৎকেন্দ্রের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বিকল্প উপায়ে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক জানান, ৪, ৫ ও ৭ নম্বর ইউনিটে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। গ্যাস পাওয়া গেলেই উৎপাদন পুনরায় শুরু করা সম্ভব হবে। তিনি আরও জানান, গত জুনের প্রথমার্ধে ৩৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিটের টারবাইনের রোটারের ব্লেডে সমস্যা দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। ইউনিটটির মেরামতকাজ এখন শেষ পর্যায়ে, গ্যাস সংযোগ মিললেই উৎপাদন শুরু হবে।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০১০ সালের জুনে ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৬ নম্বর ইউনিটে অগ্নিকাণ্ডে টারবাইন পুড়ে যাওয়ার পর থেকে এর উৎপাদন বন্ধ রয়েছে। এছাড়া, ১৯৬৭ সালে রাশিয়ার টেকনোপ্রম এক্সপার্ট নির্মিত ১ নম্বর ইউনিট এবং ১৯৭৬ সালে চালু হওয়া ২ নম্বর ইউনিট বারবার যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় আট বছর ধরে বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ১ ও ২ নম্বর ইউনিট ভেঙে নতুন একটি ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়