শিরোনাম
◈ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি? ◈ ভারতের সুপ্রিম কোর্টে সতর্কবার্তা: বাংলাদেশ-নেপালে তরুণদের আন্দোলনে সরকার পতনের প্রসঙ্গ টেনে বিজেপিকে হুঁশিয়ারি ◈ কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালাল ইসরায়েল ◈ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত ◈ ৯/১১ হামলার ২৪ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে শোক ও শ্রদ্ধা ◈ ৩৩ বছর পর ভোট জাকসুতে—ভিপি, জিএস, এজিএসসহ ২৫ পদে লড়ছেন ১৭৭ প্রার্থী ◈ নরসিংদীতে তুচ্ছ ঘটনায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা ◈ চিঠি লিখে ভারতকে একহাত নিলেন নেপালের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ◈ লাইফ সাপোর্টে ফরিদা পারভীন ◈ এ‌শিয়া কাপ, ৪ ওভার ৩ বল খে‌লে আরব আ‌মিরাত‌কে হারা‌লো ভারত

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৫ দুপুর
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মহাসড়কে গাছ ফেলে অবরোধ, এক আন্দোলনকারীর মৃত্যু

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনে অন্তভূক্তির প্রতিবাদ করতে এসে হাবিবুর রহমান হবি (৫৫) নামে এক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে বলে জানাগেছে। 

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে প্রখর রোদ্রের তাপে অজ্ঞান হয়ে হিট স্ট্রোকে তিনি মারা যান বলে স্বজনদের দাবি। 

মারা যাওয়া হাবিবুর রহমান হবি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের মৃত আজিজ শেখের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও নিহতের স্বজন আবু সাইদ মুন্সি। তিনি দাবি করে বলেন, তিনি আন্দোলনে অংশ নেন। সকাল সাড়ে নয়টার দিকে প্রখর রোদ্রের তাপে হিট স্ট্রোক করেন তিনি। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতাল থেকে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম বলেন, স্ট্রোক করে একজনের মৃত্যু হয়েছে। তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তবে রোগীর সাথে থাকা স্বজনরা জানান তিনি একজন মুদি দোকানি। দোকানে তিনি স্ট্রোক করেন।

বিষয়টি জানতে চাইলে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, মৌখিকভাবে বিষয়টি জানতে পেরে হাসপাতালে খোঁজ নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন একজন মৃত রোগী এসেছিলেন তবে তিনি আন্দোলনকারী নন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, একজনের মৃত্যু খবর শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেননি।

ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। তবে ইসির এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভ প্রকাশ ও অবরোধ শুরু করে স্থানীয়রা। এরপর থেকে দফায় দফায় এই সড়ক অবরোধ কর্মসূচী চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়