আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরের এক হেলপারসহ দুই জন নিহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির শারিব সার কারখানার সামনে এবং গত শনিবার সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বাগবাড়ি গ্রামের সড়কে কালভাটের নিকটে এই দুই স্থানে এসব দুঘর্র্টনা ঘটে। নিহতরা হলো, ট্রাক্টরের হেলপার জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের তাছের উদ্দিনের ছেলে আকবর আলী (২২) ও একই উপজেলার রামসালা গ্রামের লোকমানের ছেলে সিরাজুল ইসলাম (৬০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে ঢাকা মেট্রো-ট -১৪-৫৯৭২ নম্বর বালু বোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাবার সময় মহাসড়কের আদমদীঘির শারিব সার কারখানার সামনে বিপরীত দিক থেকে আসা নম্বর বিহীন একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ট্রাক ও ট্রাক্টর সড়কের পাশে উল্টে ট্রাক্টরের চালক, হেলপারসহ তিনজন গুরুত্বর আহত হয়। আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেন। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপাতালে স্থানান্তর করেন হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে গতকাল শনিবার রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ট্রাক্টরের হেলপার আকবর আলী মারা যায়।
অপরদিকে শনিবার সন্ধ্যা ৬টার দিকে সিএনজি যোগে সান্তাহার হতে নিজ বাড়ি আক্কেলপুরে যাওয়ার সময় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বাগবাড়ি সড়কে কালভাটের নিকটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সড়কে পড়ে গুরুত্বর আহত হন সিএনজির যাত্রী সিরাজুল ইসলাম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম মারা যায়।
এসব বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, নিহতদের স্বজনরা অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।