শিরোনাম
◈ বড় সুখবর প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য ◈ নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ: প্রেস সচিব ◈ আরও সাড়ে তিন মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ◈ ঢাকা-৯ আসনে বিএনপির ফাঁকা আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির ডা. তাসনিম জারা ◈ সরকারকে সতর্ক করল বিএনপি: জুলাই জাতীয় সনদের লিখিত বিষয়ের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় ◈ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর ◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৬ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসাইলে কাদের সিদ্দিকীর মুক্তিযোদ্ধা সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের বাসাইলে একই স্থানে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ফ্যাসিস্টদের পুনর্বাসন বিরোধী ছাত্র সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

রোববার বিকাল ৩টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একই সময়ে এই সমাবেশের আহ্বান করা হয়। কাদেরিয়া বাহিনীর পক্ষে মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল এবং ছাত্র সমাজের ব্যানারে রনি মিয়া এই সমাবেশ আহ্বান করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ার আশঙ্কায় গতকাল শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম ১৪৪ ধারা জারি করেন।

সমাবেশস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

লিখিত আবেদন সূত্রে জানা যায়, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিতভাবে মুক্তিযোদ্ধা সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এ সমাবেশে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জানানো হয়।  

অন্যদিকে ছাত্র সমাজের ব্যানারে একইস্থানে সমাবেশের অনুমতি চেয়ে লিখিত আবেদন করেন ছাত্র নেতৃবৃন্দের প্রতিনিধি রনি মিয়া। সমাবেশটি ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী ছাত্র সমাজের নেতৃবৃন্দের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্ররা বক্তব্য রাখবেন বলে জানানো হয়।

রনি মিয়া বলেন, ‘সারাদেশে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করার চেষ্টা চলছে। আওয়ামী ফ্যাসিস্টদের যেন পুনর্বাসন করতে না পারে এজন্য আমরা ছাত্র সমাজ এই সমাবেশের ডাক দিয়েছি, যা খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। যত বাধাবিপত্তি আসুক আমরা নির্ধারিত স্থানেই সমাবেশ করবো। অনুষ্ঠানে ছাত্র সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।’

কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল বলেন, ‘বিষয়টি নিয়ে থানায় এসেছি। পরে পুলিশ সুপারের কাছে যাবো।’

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, ‘একই স্থানে সমাবেশের আহ্বান করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম জানান, একই সময়ে দুই পক্ষ সমাবেশ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য সার্বিক আইনশৃঙ্খলা ও জনসাধারণের জানমাল রক্ষার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ আদেশ রোববার ভোর ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত বলবৎ থাকবে। সূত্র: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়