শিরোনাম
◈ ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রক্তক্ষয়ী দ্বন্দ্ব, হত্যার পেছনে আন্ডারওয়ার্ল্ড ডন ইমনের নাম উঠে এসেছে ◈ বড় সুখবর প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য ◈ নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ: প্রেস সচিব ◈ আরও সাড়ে তিন মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ◈ ঢাকা-৯ আসনে বিএনপির ফাঁকা আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির ডা. তাসনিম জারা ◈ সরকারকে সতর্ক করল বিএনপি: জুলাই জাতীয় সনদের লিখিত বিষয়ের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় ◈ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর ◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৩ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় উপজেলা পরিষদ জামে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা, প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মোহাদ্দিস ও ইসলামী ঐক্য আন্দোলন ভোলার সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম নোমানীকে (৪৫) নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর পশ্চিম চরনোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নোমানী ওই এলাকার মৃত এনামুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজ শেষে তিনি একা বাড়িতে অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা ওঁৎ পেতে থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। তার স্ত্রী-সন্তান তখন শ্বশুরবাড়িতে ছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরপরই বিভিন্ন ইসলামী দল হাসপাতালের সামনে জড়ো হয়ে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করে। ভোলা জেলা বিএনপি, হেফাজতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠন ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ মিছিল করে।

রবিবার দুপুর ২টায় ভোলা সরকারি স্কুল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার আগে ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও "ভোলা জেলার সর্বস্তরের তৌহিদি জনতা"র আহ্বায়ক আলহাজ মাওলানা মো. মোবাশ্বিরুল হক নাঈম কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী:

  • ৮ সেপ্টেম্বর (সোমবার): ভোলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ থাকবে।
  • সকাল ১১টায় ভোলা হাটখোলা মসজিদ চত্বরে বিক্ষোভ-সমাবেশ ও শোক র‍্যালি।
  • জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান।
  • ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারে কাজ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়