শিরোনাম

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল যুবকের লাশ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় জাহাঙ্গীর মিয়া ‌(৩৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের জগদিয়া-বালিয়া গ্রামে নিজ ঘরের আড়া থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর জগদিয়া-বালিয়া গ্রামের  মৃত রোকন মিয়ার ছেলে।
 
নিহতের স্ত্রী মোসা. রুমি বলেন, শুক্রবার রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। গভীররাতে ঘুম ভেঙে গেলে দেখি স্বামী জাহাঙ্গীর আমার পাশে নেই। তিনি ঘরের আড়ার সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, খবর পেয়ে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ‌  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়