শিরোনাম
◈ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ও আসন্ন নির্বাচনী রাজনীতি‌তে কোন সমীকরণ কাজ কর‌ছে ◈ পর্যাপ্ত প্রমাণ মেলেনি, ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত পা‌কিস্তা‌নের ক্রিকেটার হায়দার আ‌লি  ◈ পিটার হাসের কৌশলগত ভূমিকা, এলএনজি নিয়ে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সীমানা পুনঃনির্ধারণ, যা বললেন রুমিন ফারহানা ◈ সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু, শর্ত সাপেক্ষে মিলবে ৫০% পর্যন্ত ◈ মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত ◈ হোটেলে গোপন সুড়ঙ্গ, ১৪ তরুণ-তরুণী ধরা ◈ আদালতের রায়ের আগেই গোপনে দেশ ছাড়লেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ◈ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে ◈ পরিবর্তন আনা হয়েছে যে ৪৬ আসনের সীমানায়

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫২ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা মডার্ন হাই স্কুলে বর্ণাঢ্য আয়োজনে "ব্রিলিয়ান সেলিব্রেশন" অনুষ্ঠান

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: কুমিল্লা মডার্ন হাই স্কুলে এক বর্ণাঢ্য আয়োজনে "ব্রিলিয়ান সেলিব্রেশন-২০২৫" অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় স্কুলের নিজস্ব অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সম্মানিত ডেপুটি কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেট, কুমিল্লা মডার্ন হাই স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মো. আমিরুল কায়সার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ নয়, নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্ব বিকাশে বিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কুমিল্লা মডার্ন হাই স্কুল তার শিক্ষা কার্যক্রম ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়ক ভূমিকা রাখছে।"

কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক (ইনচার্জ) নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা প্রশাসক (সাধারণ) মো.সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজীব মাহমুদ মিথুন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রতি উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন এবং শিক্ষা, প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি আধুনিক প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়