শিরোনাম
◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৫ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর-হালুয়াঘাট সীমান্তে গরু সহ ১৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ 

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ- শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল, মদ ও গরু জব্দ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর বুধবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র বিশেষ পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম বিওপি এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। ওইসময় ৩৫ হাজার ৪শ পিস ভারতীয় জিলেট ব্লেড, ৯শ পিস বিভিন্ন প্রকার চশমা, ২৩ বোতল ভারতীয় মদ এবং ৫টি ভারতীয় গরু জব্দ করা হয়। এসব চোরাচালানী মালামালের মূল্য প্রায় ১৬ লাখ ৮১ হাজার ৫শ টাকা।

তবে অভিযান পরিচালনাকালে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান জানান, সীমান্তে মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান দমন এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়