শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি নিয়ে সরকারের উদ্যোগকে ধন্যবাদ জানালেন সারজিস ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ আবারও এক হলো ◈ 'মহেশখালী-কক্সবাজার এক হয়ে নতুন শহরের জন্ম নিবে': আশিক চৌধুরী (ভিডিও) ◈ বৃষ্টির কারণে বাংলা‌দেশ-‌নেদারল‌্যান্ডসের মধ‌্যকার তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত ◈ চবিতে শনিবার রাতে কী হয়েছিল? মুখ খুললেন সেই ছাত্রী ও দারোয়ান (ভিডিও) ◈ সংঘর্ষের ঘটনা লাইভ করায় চবি ছাত্রীদের ‘ধর্ষণের হুমকি’ ◈ খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ ◈ রোহিঙ্গা সংকট সমাধানে সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের ◈ একাদশে ভর্তি: শেষ ধাপের ফল প্রকাশ, কলেজ পাননি ৫২৪০ শিক্ষার্থী ◈ চিকিৎসার জন্য নুরকে বিদেশ নেওয়া হবে কি না, জানালেন ঢামেক পরিচালক

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৪ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় সাবেক-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে হাজারো নেতাকর্মীর গণমিছিল ও স্মারকলিপি প্রদান

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: প্রিয় কুমিল্লার মানুষ আমাকে একবার সুযোগ দিন, আমি কুমিল্লাকে সিঙ্গাপুরের কাছাকাছি নিয়ে যাবো এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।

তিনি আরও বলেন, “এই কুমিল্লাকে বাঁচাতে, কুমিল্লা সদর দক্ষিণকে বাঁচাতে, আমাদের দক্ষিণকে বাঁচাতে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আজকের এই ঐতিহাসিক গণমিছিল প্রমাণ করে, ইনশাআল্লাহ আমাদের দাবি, আমাদের ঠিকানা ফিরে আসবে।”

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর নোয়াগাঁও চৌমুহনী থেকে হাজার হাজার সাধারণ জনগণ নিয়ে গণমিছিলটি শুরু হয়ে কান্দিরপাড় পুবালি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এর আগে নেতাকর্মীরা কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) ও আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসে স্মারকলিপি প্রদান করেন। এতে কুমিল্লা সিটি করপোরেশনের দক্ষিণ থানা, সদর দক্ষিণ উপজেলা ও লালমাই উপজেলার স্থায়ী বাসিন্দা ও ভোটাররা সাবেক ২৫৬ কুমিল্লা-০৯ সংসদীয় আসন পুনর্বহাল অথবা নতুন করে একটি স্বতন্ত্র আসন ঘোষণার দাবি জানান।

স্মারকলিপিতে বলা হয়, ১৯৮৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত কুমিল্লা-০৯ আসন (সদর দক্ষিণ, লালমাই ও সিটির ১৯-২৭ নং ওয়ার্ড) বিদ্যমান ছিল। কিন্তু ২০০৮ সালে আসনটি বিলুপ্ত করে বিভক্ত করা হয়, যা আইনবহির্ভূত ছিল বলে দাবি করা হয়। বর্তমানে এ এলাকায় মোট ভোটার সংখ্যা প্রায় ৫ লাখ ৬৫ হাজার ৯৪৪ জন। তাই আইনগত কোনো জটিলতা ছাড়াই পুনরায় স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণা সম্ভব বলে উল্লেখ করা হয়।

অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার সংযোগস্থলে অবৈধ ব্যারিকেড, ইউলুপ ও অপরিকল্পিত ইউটার্ন অপসারণ এবং রেলওভারপাস সম্প্রসারণের দাবিতেও আরেকটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচনের সময় জনতুষ্টির লক্ষ্যে পদুয়ারবাজার এলাকায় মহাসড়কে অবৈধ ব্যারিকেড ও ইউটার্ন তৈরি করা হয়। গত ১০ বছরে এ কারণে অসংখ্য প্রাণহানি ঘটেছে। সম্প্রতি (২২ আগস্ট) একটি লরির নিচে একই পরিবারের চারজন নিহত হওয়ার পর আবারও এই মরণফাঁদ নিয়ে আলোচনা শুরু হয়।

কুমিল্লা বাঁচাও মঞ্চ ও স্থানীয়রা জানান, তারা শুরু থেকেই এর প্রতিবাদ করে আসছেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং হাইকোর্ট রোড দুর্ঘটনায় নিহতদের প্রত্যেককে ২ কোটি টাকা এবং আহতদের ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন।

তাদের অভিযোগ, হাইওয়ে পুলিশ ও সড়ক বিভাগের উদাসীনতার কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, অথচ কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সেনাবাহিনীও ইউটার্নে নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিলেও তা বাস্তবায়িত হয়নি।

তারা দ্রুত অবৈধ ব্যারিকেড-ইউটার্ন অপসারণ এবং পদুয়ারবাজার থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত রেলওভারপাস সম্প্রসারণে সরকারের জরুরি পদক্ষেপ দাবি করেন।

সমাবেশ শেষে সন্ধায় কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস প্রাঙ্গণে শত শত নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়।

সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হুসাইনের সভাপতিত্বে সাবেক কাউন্সিলর খলিলুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন— সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু, ঐক্য সংহতির আহ্বায়ক ইসমাইল হোসেন মজুমদার, সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ, ওমর ফারুক সুমন চেয়ারম্যান, কুমিল্লা বাঁচাও মঞ্চের আহ্বায়ক নাসির উদ্দীন, মহানগর দক্ষিণ থানা বিএনপির আহ্বায়ক মোঃ হানিফ, সদস্য সচিব সোহেল মজুমদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, মহানগর বিএনপির মোস্তফা কামাল মজুমদার, লালমাই উপজেলা যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক ফিরোজ মিয়া প্রমুখ। এছাড়া কুমিল্লা দক্ষিণের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সমাবেশে যোগ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়