স্পোর্টস ডেস্ক : আগে থেকেই শঙ্কা ছিল, তৃতীয় টি-টোয়েন্টিতে হানা দিতে পারে বৃষ্টি। একবার বৃষ্টির কারণে খেলা বন্ধও হয়েছিল। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ১৮.২ ওভারে আবারও আসে বৃষ্টি। শেষ পর্যন্ত মাঠে আর কোনো বল গড়ায়নি। ম্যাচ হয়েছে পরিত্যক্ত। পুরো সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা লিটন দাস জিতেছেন সিরিজ সেরার পুরস্কার।
সিরিজ জয় আগেই নিশ্চিত হয়েছে। তৃতীয় টি-টোয়েন্টিতে তাই স্কোয়াডের গভীরতা বাজিয়ে দেখতে ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ।
সিলেটে এদিন টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। সিরিজে এদিন প্রথমবারের মতো ইনিংস উদ্বোধন করতে নামেন সাইফ হাসান ও লিটন দাস। শুরুটা বেশ ভালোই করেন তারা দুজন। প্রথম তিন ওভারেই স্কোরবোর্ডে ৩৯ রান তোলেন তারা। চতুর্থ ওভারের শুরুতে ৮ বলে ১২ রান করা সাইফ বোল্ড হয়ে ফেরেন।
আরেক ওপেনার লিটন চালিয়েছেন তান্ডব। ২৭ বলে তুলে নেন ফিফটি। তবে এরপর আর আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ৪৬ বলে ৭৩ রান করে থামেন এলকেডি। সুবিধা করতে পারেননি তাওহীদ হৃদয়। ১৪ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন ডানহাতি এ ব্যাটার। শামীমের ব্যাট থেকে এসেছে ১৯ বলে ২১ রান।
জাকের আলী ও নুরুল হাসান সোহান করেছেন আক্রমণাত্মক ব্যাটিং। ১৩ বলে ২০ রানে জাকের, সোহান অপরাজিত ছিলেন ১১ বলে ২২ রান করে।