কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে দায়িত্বরত সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্পের দায়িত্বরত ইনচার্জ মেজর মোহাম্মদ সা-আদাত এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক পাচারকারিকে আটক করেছে । বুধবার সন্ধ্যায় বাঁশখালীতে দায়িত্বরত সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্পের সুত্রে এ তথ্য জানা যায়।
আটককৃতরা হলেন-মাহফুজুর রহমান (২৫), মোঃ রাসেল তাজু (১৮), আফরা বেগম (৩০) ও ফাতেমা বেগম (২৩)। স্থানীয় ও সেনাবাহিনীর প্রদত্ত তথ্যসুত্রে জানা যায়, মাদক পাচারকারি চক্র কক্সবাজারের পেকুয়া থেকে বাঁশখালী সড়ক ব্যবহার করে ইয়াবা পাচার করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্পের দায়িত্বরত ইনচার্জ মেজর মোহাম্মদ সা-আদাত এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে মঙ্গলবার বিকালে নাপোড়া এলাকা থেকে প্রথমে মাহফুজুর রহমানকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে রাতে কালীপুরের গুনাগরী এলাকা থেকে নজরুল ইসলামের ছেলে মো : রাসেল তাজু আটক করে। তাদের দুইজনের বাড়ি আনোয়ারা উপজেলায়। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে পালিয়ে যাওয়ার সময় পাচারকারি চক্রের দুই নারী সদস্য আফরা বেগম ও ফাতেমা বেগমকে পেকুৃযার টৈইটং এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সেনাবাহিনী জানায়, আটককৃতরা একটি মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তারা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাচারকারি চক্রের এ সদস্যরা বিগত ২/৩ মাসে নানা কৌশলে ২০ বার কক্সবাজার হতে চট্টগ্রাম মাদক পাচার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।