শিরোনাম
◈ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত ◈ ৯/১১ হামলার ২৪ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে শোক ও শ্রদ্ধা ◈ ৩৩ বছর পর ভোট জাকসুতে—ভিপি, জিএস, এজিএসসহ ২৫ পদে লড়ছেন ১৭৭ প্রার্থী ◈ নরসিংদীতে তুচ্ছ ঘটনায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা ◈ চিঠি লিখে ভারতকে একহাত নিলেন নেপালের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ◈ লাইফ সাপোর্টে ফরিদা পারভীন ◈ এ‌শিয়া কাপ, ৪ ওভার ৩ বল খে‌লে আরব আ‌মিরাত‌কে হারা‌লো ভারত ◈ আগুন জ্বলে উঠতে পারে ভারতেও, শিবসেনা নেতার সতর্কতা ◈ অবশেষে খোঁজ মিললো ক্ষমতাচ্যুত নেপালি প্রধানমন্ত্রীর ◈ ডাকসু নির্বাচন: শিবিরকে অভিনন্দন জানিয়ে দেয়া পোস্ট সরিয়ে ফেললো পাকিস্তান জামায়াত!

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৩ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর সড়ক ও জনপথ বিভাগে ডিপ্লোমা প্রকৌশলীদের একঘন্টা অতিরিক্ত কাজ 'কর্মসূচি'

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুর সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত  ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত অধিকার সংরক্ষণে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কর্তৃক ঘোষিত  কেন্দ্রীয় কর্মসূচীর অংশ  হিসেবে ৩ সেপ্টেম্বর, ২০২৫  বুধবার  বিকেল ৫টায়  ও শেরপুর সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলীদের একঘন্টা অতিরিক্ত কাজ 'কর্মসূচি'' অনুষ্ঠিত হয়।

এসময় আব্দুর রহমান -উপ-সহকারী প্রকৌশলী সড়ক বিভাগ, শেরপুর, তিনি বলেন ইতিবাচক আন্দোলনের কর্মসূচী হিসেবে সওজ অধিদপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীগণকে স্ব স্ব দপ্তরে নির্ধারিত দাপ্তরিক সময়ের পর অতিরিক্ত ১ ঘন্টা কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালনে, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত অধিকার সংরক্ষণে কর্মসূচি একত্ব্ ঘোষনা করছি। 

 এ-সময় আব্দুল হালিম উপ-সহকারী প্রকৌশলী  শেরপুর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ডিপ্লোমা প্রকৌশলীরা অতীতে তাদের নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত এক ঘন্টা কাজ করে ইতিবাচক আন্দোলনের অংশ হিসেবে করছি ,এবং  বর্তমানে আমাদের অতিরিক্ত কাজ সংক্রান্ত নির্দিষ্ট কোনো নীতিমালা  না থাকলেও সাম্প্রতিককালে বিভিন্ন দাবিতে আন্দোলনে  আমরা একত্বা ঘোষনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন এস.এম আল-আমিন,  সৈয়দ আদনান কায়সার,  আব্দুল হালিম, আব্দুর রহমান উপ-সহকারী প্রকৌশলী সড়ক বিভাগ, শেরপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়