শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি নিয়ে সরকারের উদ্যোগকে ধন্যবাদ জানালেন সারজিস ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ আবারও এক হলো ◈ 'মহেশখালী-কক্সবাজার এক হয়ে নতুন শহরের জন্ম নিবে': আশিক চৌধুরী (ভিডিও) ◈ বৃষ্টির কারণে বাংলা‌দেশ-‌নেদারল‌্যান্ডসের মধ‌্যকার তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত ◈ চবিতে শনিবার রাতে কী হয়েছিল? মুখ খুললেন সেই ছাত্রী ও দারোয়ান (ভিডিও) ◈ সংঘর্ষের ঘটনা লাইভ করায় চবি ছাত্রীদের ‘ধর্ষণের হুমকি’ ◈ খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ ◈ রোহিঙ্গা সংকট সমাধানে সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের ◈ একাদশে ভর্তি: শেষ ধাপের ফল প্রকাশ, কলেজ পাননি ৫২৪০ শিক্ষার্থী ◈ চিকিৎসার জন্য নুরকে বিদেশ নেওয়া হবে কি না, জানালেন ঢামেক পরিচালক

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি ৯ লক্ষ ৩৭ হাজার টাকার দান

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে আবারও রেকর্ড দান জমা পড়েছে। চার মাস ১৮ দিন পর খোলা দানবাক্স থেকে এবার পাওয়া গেছে ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা থেকে মসজিদের ১০টি দানবাক্স ও ৩টি ট্রাঙ্ক খোলার পর প্রায় ৫০০ জন ছাত্র, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, আনসার এবং মসজিদ-মাদরাসা কর্মচারী একসঙ্গে টাকাগণনার কাজে অংশ নেন।

এর আগে গত ১২ এপ্রিল দানবাক্সে ২৮ বস্তা টাকা পাওয়া গিয়েছিল, যা গণনা শেষে দাঁড়িয়েছিল ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা।

দানবাক্স খোলার সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ প্রশাসন, ব্যাংক ও মসজিদ কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, দানবাক্স থেকে পাওয়া সব টাকা ব্যাংকে জমা রাখা হয় এবং লভ্যাংশ থেকে অসহায় ও জটিল রোগে আক্রান্ত মানুষকে সহায়তা করা হয়। বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা রয়েছে প্রায় ৯১ কোটি টাকা।

পুলিশ সুপার জানান, টাকার বাক্স খোলা থেকে শুরু করে ব্যাংকে জমা দেওয়া পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়।

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই পাগলা মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছে আধুনিক ধর্মীয় কমপ্লেক্স। দিন দিন বেড়ে চলা দানের কারণে মসজিদের খ্যাতি ও ঐতিহাসিক গুরুত্বও বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়