মিজান লিটন, চাঁদপুর: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণঅধিকার পরিষদ। শনিবার (৩০ আগষ্ট) বিকালে শহরের বাস স্ট্যান্ডে এলাকায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।সাধারন ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
শুরুতে বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে দলীয় নেতাকর্মীরা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মিশনরোড, ছায়াবীনী, কালীবাড়ী চত্ত্বর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এসময় প্রতিবাদ মিছিলে অংশ নেয় এনসিপি, ইসলামী আন্দোলন,খেলাফত মজলিশসহ সাধারণ ছাত্র জনতা ।এছারাও গনঅধিকারের জেলা নেতৃবৃন্দ গন এর মুল আয়োজনে ছিলেন।