হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভাবেশ করেছে ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এসময় ঘণ্টাব্যাপী ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখে তারা।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত ফরিদপুরের ভাঙ্গার এক্সপ্রেসওয়েতে এ বিক্ষোভ মিছিল করে জেল গণঅধিকার পরিষদ।
জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ফরহাদ হোসেন মিয়ার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- জেলা কমিটির সহ-সভাপতি রুবেল শেখ, অর্থ সম্পাদক ফিরোজ শেখ, সহ-অর্থ সম্পাদক শেখ জাহিদ সহ কয়েকশত নেতাকর্মী।
এসময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অনতিবিলম্বে ভিপি নূরুল হক নূর সহ আহত নেতাকর্মীদের ওপর হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান।