জহিরুল ইসলাম শিবলু , লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “কেন আজ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে রক্তাক্ত হতে হলো? নুরের ওপর আঘাত কারা করেছে, তা খুঁজে বের করতে হবে। এটি আরেকটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে, এবং সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র।”
শনিবার (৩০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনটি দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এ্যানি আরও বলেন, “৫ আগস্টের পর এক বছরের বেশি সময় পার হয়েছে। সকল রাজনৈতিক দল কি আজ ঐক্যবদ্ধ আছে? যে ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি, সেই অবস্থানে আছি বলে তো মনে হয় না। কেন এই বিচ্ছিন্নতা, সমস্যাটা কোথায়?”
তিনি অভিযোগ করেন, “হাসিনার দীর্ঘদিনের অত্যাচার দেশকে ধ্বংস করেছে। দেশে স্বাভাবিক রাজনীতি চলেনি। সাধারণ মানুষও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেনি। রাজনৈতিক নেতাকর্মীদের গায়েবি মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে, জেলে রাখা হয়েছে। গুম, খুনসহ একের পর এক অত্যাচার চালানো হয়েছে।”
সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান, আবুল হাশেম, হারুনুর রশিদ বেপারী এবং সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।