শিরোনাম
◈ ‘লংমার্চ টু ঢাকা’ ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের ◈ চলতি বছরের পাঁচ মাসে বাংলাদেশে এক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব, বাস্তবায়নে অগ্রসর ২০% ◈ বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা সাড়ে ২২ হাজার কোটি টাকা ◈ মেট্রোরেলের ১৪টি স্টেশনে রিটেইল শপ ভাড়ার ঘোষণা, পেতে হলে যা করবেন ◈ ‘পিআর’ নিয়ে বিরোধে জড়াবে না বিএনপি: স্থায়ী কমিটির বৈঠক ◈ জামায়াতের ভয় এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ◈ জেল ভাঙার এক বছর পরও ৭০০ বন্দি পলাতক, নাম বদলাচ্ছে ‘কারাগার’ হচ্ছে Correction Services Bangladesh ◈ বিমানের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন ◈ শুনানিতে বিএনপি-এনসিপি মারামারির ঘটনায় ইসির জিডি ◈ ট্রাম্পের শুল্কে ভারতীয় রপ্তানির বড় ধাক্কা, সুযোগে বাংলাদেশ-পাকিস্তান

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৫, ০১:২৭ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি: ডিবির অভিযানে ভিকটিম উদ্ধার, ৮ অপহরণকারী গ্রেফতার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর কোর্ট এলাকা থেকে অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ৮ জন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— নুর ইসলাম (২৭), মো. টিটু (৩০), সাজিদুর রহমান সাজিদ (২১), রাজন ওরফে কাওছার (২২), মো. তারেকুল ইসলাম (৫৫), মো. রেজা আলম (১৮), রাকিব মহসিন ওরফে রিয়াদ (২২) এবং মো. ওমর আলী (৫০)। তারা রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ঘটনাসূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট দুপুর ১টার দিকে বাগমারা উপজেলার নরসিংপুর গ্রামের সোহেল রানা রাজশাহী কোর্ট এলাকায় মামলার বিষয়ে খোঁজ নিতে গেলে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে অপহরণ করে। পরে অপহরণকারীরা সোহেল রানার ছোট ভাইয়ের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

অপহৃত ব্যক্তির স্ত্রী দ্রুত বিষয়টি রাজশাহী মহানগর ডিবি পুলিশকে জানালে তারা অভিযান শুরু করে। ২৫ আগস্ট সন্ধ্যায় কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশনের জামাল চত্বরে মুক্তিপণের টাকা নিতে আসা নুর ইসলাম ও রাজন ওরফে কাওছারকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদের স্বীকারোক্তিতে জানা যায়, ভিকটিমকে মহিষবাথান উত্তরপাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রাখা হয়েছে।

পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে পুলিশ সোহেল রানাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। একই সঙ্গে টিটু, সাজিদুর, তারেকুল, রেজা ও রাকিবকে আটক করা হয়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি ওমর আলীসহ কয়েকজন পালিয়ে যায়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে ঝাউতলা মোড় এলাকা থেকে ওমর আলীকেও গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় রাজপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়