শিরোনাম
◈ ‘লংমার্চ টু ঢাকা’ ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের ◈ চলতি বছরের পাঁচ মাসে বাংলাদেশে এক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব, বাস্তবায়নে অগ্রসর ২০% ◈ বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা সাড়ে ২২ হাজার কোটি টাকা ◈ মেট্রোরেলের ১৪টি স্টেশনে রিটেইল শপ ভাড়ার ঘোষণা, পেতে হলে যা করবেন ◈ ‘পিআর’ নিয়ে বিরোধে জড়াবে না বিএনপি: স্থায়ী কমিটির বৈঠক ◈ জামায়াতের ভয় এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ◈ জেল ভাঙার এক বছর পরও ৭০০ বন্দি পলাতক, নাম বদলাচ্ছে ‘কারাগার’ হচ্ছে Correction Services Bangladesh ◈ বিমানের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন ◈ শুনানিতে বিএনপি-এনসিপি মারামারির ঘটনায় ইসির জিডি ◈ ট্রাম্পের শুল্কে ভারতীয় রপ্তানির বড় ধাক্কা, সুযোগে বাংলাদেশ-পাকিস্তান

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২ কোটি টাকা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাজার কমিটির সভাপতি মহিন উদ্দিন।

তিনি জানান, সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বাজারের একাংশে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত তা পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে জমজম স্টোর, হাসান মেডিকেল, মহিন ফার্নিচার, ভাই-ভাই আইসক্রিম ফ্যাক্টরি, আলমগীর মুরগির গোডাউন, খোকন ভ্যারাইটিজ স্টোর ও একটি পান দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই দোকানগুলো পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত হয়েছে ভাই-ভাই আইসক্রিম ফ্যাক্টরি থেকে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

অগ্নিকাণ্ডের খবর শুনে স্থানীয় সাংবাদিক রনি চৌধুরী ইমন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে প্রশাসন ও বিত্তশালী ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।

এছাড়া ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শনে গিয়ে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ দাস ব্যবসায়ীদের আর্থিক সহায়তার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়