শিরোনাম
◈ টেস্ট ক্রিকেট থেকে কেন আচমকা অবসর নিলেন, তিন মাস পর মুখ খুল‌লেন রোহিত শর্মা ◈ ময়মনসিংহে এনসিপির ৪ নেতার পদত্যাগ ◈ ট্রাম্পের ‘চূড়ান্ত সমাপ্তির’ ঘোষণা গাজা যুদ্ধের, জানালেন সময় ◈ ভূমধ্যসাগরে মৃত্যুর ঝুঁকি, লিবিয়ায় নির্যাতন— তবুও থামছে না ইউরোপমুখী যাত্রা ◈ বছরের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কাজিকি’ ধেয়ে আসছে ◈ জরুরি নির্দেশনা ডাকসুর প্রার্থীদের জন্য ◈ হাইকোর্টের অতিরিক্ত বিচারক হলেন সারজিস আলমের শ্বশুর ◈ শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে যা জানালেন উপদেষ্টা ◈ সরকারি চাকরিজীবীরা আরও দুটি লম্বা ছুটি পাচ্ছেন চলতি বছর ◈ সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫, ০২:০৮ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইকে বাঁচাতে যা করলেন বোন

পিরোজপুরের মঠবাড়িয়ায় অসুস্থ ছোট ভাইকে বাঁচাতে নিজের কিডনি দান করেছেন বড় বোন হাসিনা বেগম (৪৫)। তার একটি কিডনি ছোট ভাই হাসান বিশ্বাসের (৩৮) শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। 

হাসিনা উপজেলার ধানীসাফা ইউনিয়ন পরিষদের সাবেক নারী ইউপি সদস্য ও উপজেলা মহিলা দলের সহ-সভাপতি। বর্তমানে ভাই ও বোন দু’জনেই সুস্থ রয়েছেন। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার শ্যামলীর সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চিকিৎসক অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম সফলভাবে অস্ত্রোপচারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করেন।

দুই সন্তানের জননী হাসিনা, আমার ছোট ভাই হাসানের একটি কিডনি অকেজো হয়ে পড়লে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দিতে পেরে ভালো লাগছে। 
ভাই এখন আশঙ্কামুক্ত। হাসিনার স্বামী উপজেলার ধানীসাফা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সাত মাস আগে হঠাৎ হাসানের কিডনির সমস্যা ধরা পড়ে। ডাক্তার জানান, তার দু’টি কিডনিই নষ্ট হয়ে গেছে। দ্রুত কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। 

ভাইকে বাঁচাতে আমার স্ত্রী একটি কিডনি দিতে রাজি হয়। তিনি আরও বলেন, স্ত্রী ছোট ভাইকে কিডনি দান করতে আমার মতামত চাইলে আমি রাজি হই। শেষে গত মঙ্গলবার দিনগত রাতে অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করে ভাইয়ের প্রতি বোনের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করলো আমার স্ত্রী। উৎস: মানবজমিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়