শিরোনাম
◈ 'জীবন রক্ষাকারী সব ওষুধের দাম কোম্পানি নয়, সরকার নির্ধারণ করবে' ◈ ৬৪ জেলায় জাতীয় চ‌্যা‌ম্পিয়নশীপ ফুটবল, বা‌জেট ১৮ কোটি টাকা  ◈ এবার হাসনাত আব্দুল্লাহকে গালি দিয়ে বললেন রুমিন ফারহানা ◈ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন কর‌তে যে রসদ লা‌গে সেটা আমার নেই : বুলবুল ◈ টেস্ট ক্রিকেট থেকে কেন আচমকা অবসর নিলেন, তিন মাস পর মুখ খুল‌লেন রোহিত শর্মা ◈ ময়মনসিংহে এনসিপির ৪ নেতার পদত্যাগ ◈ ট্রাম্পের ‘চূড়ান্ত সমাপ্তির’ ঘোষণা গাজা যুদ্ধের, জানালেন সময় ◈ ভূমধ্যসাগরে মৃত্যুর ঝুঁকি, লিবিয়ায় নির্যাতন— তবুও থামছে না ইউরোপমুখী যাত্রা ◈ বছরের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কাজিকি’ ধেয়ে আসছে ◈ জরুরি নির্দেশনা ডাকসুর প্রার্থীদের জন্য

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫, ১০:২৪ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে ভুয়া চিকিৎসককে ১ লক্ষ টাকা জরিমানা

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রমি) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরী বাজার এলাকায় সাহেব মিয়া সিটি সেন্টারের ২য় তলায় অবস্থিত  হেলথ কেয়ার সেন্টারে ডা: এম শামসুল আলম নামে একজন চিকিৎসককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৩ আগষ্ট)বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম ভুয়া ডাক্তারের চেম্বারে অভিযান পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম জানান, গুনাগরী বাজার এলাকায় সাহেব মিয়া সিটি সেন্টারের ২য় তলায় শামসুল আলম নামে উক্ত ব্যক্তি এমবিবিএস বা বিডিএস ডিগ্রী ছাড়া একই সাথে ডা: ও ডেন্টিস্ট পরিচয়ে চিকিৎসা প্রদান করে আসছিল। এছাড়া তার ভিজিটিং কার্ডে তিনি ডা: পরিচয় ব্যবহার করে চিকিৎসাপত্রে ডেন্টিস্ট পদবী ব্যবহার করছিল।

কোনরূপ প্রাতিষ্ঠানিক ডিগ্রী ছাড়া তিনি রুট ক্যানালসহ দাঁতের বিভিন্ন জটিল সার্জারী করার পাশাপাশি নিয়মিত  মা ও শিশু রোগের  চিকিৎসা করার খবর জানতে পেরে অভিযান পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনা কালে সে জানান, তার কোন প্রাতিষ্ঠানিক ডিগ্রী নেই। কয়েক বছর একজন ডেন্টিস্ট এর সাথে কাজ করে বর্তমানে নিজের চেম্বার পরিচালনা করছেন। অভিযান কালে নিজের দোষ স্বীকার  করে ভবিষ্যতে আর চেম্বার করবে না শর্তে তাকে জরিমানা প্রদান এবং নিজেই তার সাইন বোর্ড অপসারণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়