শিরোনাম
◈ করাচিতে স্বাধীনতা দিবসে ফাঁকা গুলি ছুড়ে নিহত ৩, আহত ৬৪ ◈ এবার ইসরায়েলকে অস্ত্র সরবরাহ নিয়ে যা বলল সৌদি আরব! ◈ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেফতার ◈ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে লঘুচাপ ◈ ‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী,তোলপাড় ◈ সিলেটে অবৈধ পাথর উত্তোলনে অভিযান: সাদা পাথরে ১২ হাজার ঘনফুট পাথর জব্দ, জাফলংয়ে ১০০ নৌকা ধ্বংস ◈ মার্কিন শুল্ক এড়াতে ও স্থানীয় বাজার দখলে ইন্দোনেশিয়ায় নজর চীনা বিনিয়োগকারীদের ◈ শেখ হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদি বরাবর চিঠি জাগপার ◈ ওর মাথার টুপিটি দেখতে পুরো মোরগের ঝুঁটির মতো, জয়া বচ্চনকে বললেন কঙ্গনা ◈ আমিরাতে একবছরে ৩২ রেমিট্যান্স যোদ্ধার আত্মহত্যা, কারন হতাশাগ্রস্ত প্রবাসী বাংলাদেশিরা! (ভিডিও)

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫, ০২:০২ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে ট্রাক চাপায় এক ভ্যানচালক নিহত

সনত চক্র বর্ত্তী (ফরিদপুর) প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। 
নিহত ভ্যান চালকের নাম সাহিদ শেখ (৪৫)। সে পৌরসভার সোতাশী গ্রামের বিল্লাল উদ্দিন শেখের ছেলে। 

মঙ্গলবার (১২ আগস্ট)  রাত দেড়টার দিকে উপজেলার মাইঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশী মমিন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়,  রাতে মমিন মার্কেটে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলো নিহত সাহিদ শেখ ও তুহিন নামে এক যুবক। এসময় মাইঝকান্দী- ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে পাশে বাচ্চুর ধানের চাতালের সামনে গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি দ্রুতগামী ট্রাক অপর একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে  সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাহিদকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অপর পথচারী তুহিন শেখ (৩০) অল্পের জন্যে বেঁচে যায়।

প্রত্যক্ষদর্শী তুহিন শেখ জানান - দুটি ট্রাক একসাথে আসছিল। হঠাৎ  গ্যাসের সিলিন্ডার বোঝাই ট্রাকটি ওভারটেক করতে গিয়ে সাহিদ শেখকে চাপা দেয়। তার কোমরের উপর দিয়ে চাকা ওঠে গেলে ঘটনাস্থলেই মারা যায় সে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন- খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ না দেওয়ায়, মৃতদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে । 

  • সর্বশেষ
  • জনপ্রিয়